অনুপ্রেরণামূলক উক্তি ১০ লক্ষ টাকা ঘুষ দিয়ে ৩০ হাজার টাকা উপার্জন করা ছেলেটাকে আজকের সমাজে সবাই বলে, “হ্যাঁ ছেলেটা প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। ”
কিন্তু ৩ লক্ষ টাকা পুঁজি নিয়ে ব্যবসা করার পর ,যেই ছেলেটা সমপরিমাণ টাকা উপার্জন করে অর্থাৎ ৩০ হাজার টাকা উপার্জন করা ছেলেটাকে আজকের এ সমাজ বলে, ছেলেটা এখানো দাঁড়াতে পারলো না শেষ পর্যন্ত …….”ব্যবসা”।
যে ছেলেটা তার উপার্জন শুরুই করে হারাম দিয়ে, সেই সমাজ তাকে করে পুরুস্কৃত।
আর যেই ছেলেটা তার উপার্জন শুরু করে হালাল দিয়ে, সেই সমাজ তাকে করে তিরস্কার। হালাল কাজ
যার যেটা ভালোলাগে করবে চাকুরি হোক আর ব্যবসাই হোক।
দৃষ্টিভঙ্গি বদলান,জীবন বদলে যাবে।
জীবন পরিবর্তন করার মত ১৩০টি ‘জ্ঞানের কথা-জ্ঞানীর কথা’ মোটিভেশনাল উক্তি
অনুপ্রেরণামূলক ১৫টি উক্তি.!
১. ” সমস্যাকে দেখে ভয় পেও না।
সমস্যা আছে বলেই
তোমার জীবনে জেতার সম্ভবনা আছে। “
২. ” যে বলে তুমি পারবে না ,
তোমার দ্বারা হবে না।
সে আসলে নিজের অপারগতা প্রকাশ করে , তোমার নয়। “
৩. নিজেকে কখনও নিরাশ হবার অনুমতি দিও না। “
৪. ” যারা ভয় পেয়ে পালিয়ে যায়
সাফল্য তাদের দুয়ারে কখনই আসে না। “
৫. ” তোমার ভেতর লুকিয়ে থাকা সম্ভবনা গুলিকে খোঁজো।
হয়তো তুমিই সেই যাকে পৃথিবী খুঁজছে। “
৬. ” জীবনকে দামি উপহার হিসেবে দেখো ,
অভিযোগ করো না, আনন্দ পাবে। “
৭. ” যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো , তবে তুমি জিতে গেছো। “
৮. ” যন্ত্রণা দেখে পালিয়ে যেও না।
একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। “
৯. ” কারো উন্নতি দেখে ঈর্ষা করো না , শিক্ষা নাও তাহলে তোমার উন্নতি হবে। “
১০. ” অন্যের বলা কটা শব্দের দ্বারা কখনও ভেঙ্গে পড়ো না। নিজের কাজের দ্বারা শব্দগুলো বদলে দাও। “
১১. ” তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও। আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাই রয়েছে। “
১২. ” নিজেকে যত বেশি জানবে অন্যদের থেকে তত বেশি এগিয়ে যেতে পারবে। “
১৩. ” একদিন হয়তো সবাই তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু তোমার তুমিটা তোমার সাথে থাকবে। তাই তাকে যত্ন কর। “
১৪. ” নিজেকে কখনও ভয়ের কফিনে বন্দি করো না , কেননা তোমার স্বপ্নগুলো জীবাশ্ম হয়ে যাবে। “
১৫. ” শুরুর আগেই ব্যর্থ হবার ভয় আসলে ব্যর্থতার সম্ভবনাকেই বাড়িয়ে দেয়। “

সফলতা আপনাকে খুঁজে বের করবে না, আপনাকেই বের হতে হবে এবং সফলতাকে খুঁজে বের করতে হবে । সফলতাই শেষ নয়; ব্যর্থতা মানেই ক্ষতি নয়: এটি কাজ চালিয়ে যাওয়ার সাহস । কল্পনায় সফল হওয়ার চেয়ে বাস্তবে ব্যর্থ হওয়া ভালো । সাফল্য সাধারণত তাদের জন্য আসে যারা এটি পাওয়ার জন্য খুব ব্যস্ত থাকে ।
#সংগৃহীত