ইতিকাফের নিয়ত ও দোয়া আরবি বাংলা উচ্চারণ অর্থ সহ
ইতিকাফের নিয়ত আরবি বাংলা উচ্চারণ অর্থ সহ ইতিকাফের আরবিতে নিয়ত করার কোন নিধান নেই। যখন থেকে আপনি ইতিকাফের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করবেন। তখন থেকেই ইতিকাফের নিয়ত হয়ে যাবে। আরবিতে বলতে হবে না। তারপর ও আমরা আরবিতে নিয়ত দিতেছি দেখে নিবেন।
بسم الله دخلت وعليه توكلت و نويت سنة الاعتكاف۔ اللهم افتح لي ابواب رحمتكك
অর্থঃ আল্লাহর নামে, আমি প্রবেশ করলাম এবং তাঁর উপরই ভরসা করলাম এবং ইতিকাফ করার ইচ্ছা করলাম। হে আল্লাহ, আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও।
ইতিকাফ অবস্থায় মোবাইল ব্যবহার করা যাবে কিনা
নিয়ত করা
নিয়ত ছাড়া কোনো আমলই শুদ্ধ হয় না। নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়। করলেও কোনো সমস্যা নেই। তবে মনে মনে করা ভালো।
নিয়ত এভাবে করা যেতে পারে যে, ‘আমি আল্লাহর ওয়াস্তে ১০দিন সুন্নতে মুয়াক্কাদা কেফায়া ইতিকাফের নিয়তে মসজিদে/ নারী হলে কক্ষে অবস্থান করছি।’ অথবা যদি এমন নিয়ত না করেন তাহলে আবাসনের পূর্ণ প্রস্তুতি নিয়ে মসজিদে বা কক্ষে ইতিকাফ ব্যক্তির প্রবেশটাই নিয়তের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে।