জন্ম নিবন্ধন তথ্য যাচাই কারও জন্ম নিবন্ধন সনদ সঠিক কিনা সেটাও যাচাও করতে পারবেন। আজকাল ভুয়া জন্ম সনদের ব্যবহার লক্ষ্য করা যায়। তাই জন্ম নিবন্ধন সনদ যাচাই করে ভেরিফাই করবেন। ভেরিফাই করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন। *ভিজিট করুন http://everify.bdris.gov.bd/ *এরপর যে পেজ আসবে সেখানে উপরের ঘরে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর টাইপ করুন। সতর্কতার সাথে সঠিক নম্বর দিবেন। জন্ম নিবন্ধন আবেদন *নিচের ঘরে জন্ম তারিখ দিতে হবে। এখানে প্রথমে হবে জন্ম সাল, এরপর জন্মের মাস, সবশেষে জন্মের দিন। যেমন কারও জন্ম তারিখ যদি হয় ১০ মার্চ ২০০৪। তাইলে লিখতে হবে ২০০৪–০৩-১০। *এরপর সার্চ বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মাঝেই জন্ম নিবন্ধনের তথ্য দেখতে পারবেন। জন্ম নিবন্ধনের তথ্যের সাথে জন্ম সনদ মিলিয়ে সকল তথ্য যাচাই করে নিবেন। জন্ম নিবন্ধন যাচাই দরকার হলে প্রিন্ট করে রাখতে পারবেন জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই |