জন্ম নিবন্ধন যাচাই
জন্ম নিবন্ধন যাচাই বর্তমানে আপনি নিজেই অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। তাতে করে জন্ম নিবন্ধন সনদ সঠিক কিনা বুঝা যাবে। কিন্তু যাচাই করার নিয়ম কানুন অনেকেই জানেন না। আপনাদের জন্য আমরা একদম সহজ করে জন্ম নিবন্ধন যাচাই করার সকল প্রক্রিয়া আলোচনা করব। তখন দেখা যাবে সব কিছু একদম সহজ মনে হবে। চলুন তাহলে দেখে নেই ধাপে ধাপে সকল প্রক্রিয়া। জন্ম নিবন্ধন অনলাইন যাচাই জন্ম নিবন্ধন যাচাই করা জটিল কিছু না। চাইলে আপনি নিজে নিজেই সব করতে পারবেন। তবে সেজন্য জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ জানতে হবে। যদি আপনার বা অন্য কারও জন্ম নিবন্ধন যাচাই করতে চান তাহলে ভিজিট করুন জন্ম নিবন্ধন অনলাইন যাচাই *ভিজিট করুন http://everify.bdris.gov.bd/ *ভিজিট করুন http://bdris.gov.bd/br/search *সাইটে ভিজিট করলে যে পেজ আসবে সেখানে জন্ম নিবন্ধন নম্বরের ঘরে জন্ম সনদ নম্বর দিন। *নিচের ঘরে ক্যালেন্ডার থেকে জন্ম তারিখ সিলেক্ট করে দিন। *এরপর অনুসন্ধানে ক্লিক করুন। কিছুক্ষণের মাঝেই আপনার সামনে জন্ম নিবন্ধনের সকল তথ্য চলে আসবে৷ জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই জন্ম নিবন্ধন যাচাই কপি আশা করি জন্ম নিবন্ধন যাচাই করা শিখে গেছেন। যাচাই করা পেজটি আপনি চাইলে প্রিন্ট করতে পারেন। সেজন্য যাচাই করার পেজে প্রিন্ট করার অপশন পাবেন। CTRL+P চাপলেও প্রিন্ট করার অপশন আসবে। জন্ম তারিখ দিয়ে কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করবেন দেখে নিন এখান থেকে |