দুইটি সেলফি ক্যামেরার যত স্মার্টফোন

দুইটি সেলফি ক্যামেরার যত স্মার্টফোন

ফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরার চিন্তা করেন। বিশেষ করে সেলফি ক্যামেরার রেজুলেশন কত সেটা ফোন কেনার আগে পরখ করে নেন।

স্মার্টফোন কেনার ক্ষেত্রে তার ক্যামেরা নিয়ে চর্চা হয় সবথেকে বেশি। ক্যামেরা ভালো হলে সেই ফোন কেনার ইচ্ছা আরও বেড়ে যায়। আজ সেরকমই কয়েকটি স্মার্টফোনের সন্ধান রইল যেখানে দুর্দান্ত সেলফি বা ফ্রন্ট ক্যামেরা পাবেন।

ভিভো ভি২৩ প্রো

ভিভোর এই স্মার্টফোনে ফিচার তো অনেক রয়েছে, তবে সবথেকে বড় আকর্ষণ ক্যামেরা। কারণ এতে দুটি সেলফি ক্যামেরা পাবেন – একটি ৮ মেগাপিক্সেল, আর একটি ৫০ মেগাপিক্সেল। ব্যাকে রয়েছে তিনটি ক্যামেরা সেটআপ – ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ৮ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল। অন্যান্য ফিচারের মধ্যে এই ফোনে ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং মিডিয়াটেক ডায়মেনসিটি ১২০০ প্রসেসর রয়েছে।

অপো রেনো ৩ প্রো

এই স্মার্টফোন কিছুটা পুরনো। তবে ক্যামেরার দিক দিয়েও এগুলো নতুন স্মার্টফোনগুলোকেও টেক্কা দেয়। সামনে রয়েছে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা সেটআপ – একটি ৪৪ মেগাপিক্সেল, আর একটি ২ মেগাপিক্সেল। পেছনে রয়েছে চারটি ক্যামেরা সেটআপ। যার মধ্যে প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। ওপো রেনো ৩ প্রো-তে পাবেন ৬.৪ ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলিড ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও পি৯৫ প্রসেসর, ৪০২৫ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং ৩০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং।

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫

আপনি যদি স্যামসাংয়ের এমন ফোনের সন্ধানে থাকেন যেখানে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা রয়েছে তাহলে এটি ভালো বিকল্প হতে পারে। এটি একটি ফোল্ডিং স্মার্টফোন। এতে ১০ মেগাপিক্সেল এবং ৪ মেগাপিক্সেল দুটি সেলফি ক্যামেরা পাবেন। ব্যাকে রয়েছে তিনটি ক্যামেরা। যার মধ্যে প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং ১২ মেগাপিক্সেল ও ১০ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। ফিচারের দিক দিয়েও এটি সেরা ফোন। ৭.৬ ইঞ্চি ডিসপ্লে পাবেন। রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৪০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *