ফ্রিল্যান্সিং কি মোবাইলে করা যায়

ফ্রিল্যান্সিং কি মোবাইলে করা যায় মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর যে কাজ গুলো করতে পারবেন (Freelancing whit mobile phone)

(১) কন্টেন্ট রাইটিং

ফ্রিল্যান্সিং কি মোবাইলে করা যায় আমরা প্রতিদিন মোবাইল দিয়ে বাংলা, ইংরেজিতে অনেক লেখালেখি করি। আপনি কি জানেন অনলাইনে লেখালিখি করে আপনি প্রতিমাসে ভালো পরিমানে ইনকাম করতে পারবেন। মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিং করার অন্যতম হলো কন্টেন্ট রাইটিং। আপনি কন্টেন্ট রাইটিং করে দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির কাছে লেখা গুলো বিক্রিয় করতে পারবেন। তবে, হা এটার জন্য আপনাকে ভালো মানের কন্টেন্ট রাইটিং শিখতে হবে।

Best Money Earning App 2022

আর্টিকেল লেখার কৌশল – ২০২২ (কনটেন্ট রাইটিং টিপস)

মোবাইল দিয়ে কন্টেন্ট রাইটিং করার জনপ্রিয় কিছু অ্যাপস এর নাম উল্লেখ্য করছি যথা-

  • Google Dose
  • WPS office
  • Microsoft office word

এগুলো মাধ্যমে আপনি খুব সহজে নিজের লেখা গুলো সংরক্ষন করে রাখতে পারবেন। আমি নিজে ও একজন ব্লগার কন্টেন্ট রাইটার এবং আমি google dose ব্যবহার করি।

(২) গ্রাফিক্স ডিজাইন

মোবাইল দিয়ে যদিও গ্রাফিক্স ডিজাইন কাজ করা সম্ভব না। তবে, বর্তমানে এমন কিছু মোবাইল অ্যাপস পাওয়া যায় যেগুলোর মাধ্যমে আপনি মোটামোটি লেভেলের ইমেজ, লোগো ডিজাইন করতে পারবেন। এই সকল অ্যাপস গুলো ব্যবহার করা খুবই সোজা। আপনি দুই একবার দেখলে পারবেন। এই সকল অ্যাপের মাধ্যমে ডিজাইন করা লোগো, ফটো গুলো অনলাইন মার্কেটপ্লেসে বিক্রিয় করতে পারবেন এবং টাকা আয় করতে পারবেন। মোবাইলে গ্রাফিক্স ডিজাইন করা যায় এমন কয়েকটি অ্যাপস এর নাম নিচে উল্লেখ করছি যথা-

  • Canva
  • Adobe Photoshop
  • Adobe Spark
  • Adobe Illustrator Draw
  • Autodesk Sketchbook Pro

(৩) ওয়েব ডিজাইন

ওয়েব ডিজাইন শেখার ব্যসিক হলো HTML এবং CSS. যা আপনি মোবাইল দিয়ে খুব সহজে শিখতে পারবেন। কিন্ত আপনি যখন এডভান্স লেভেলের ল্যাঙ্গুয়েজ শেখার কথা চিন্তা করবেন তখন অবশ্যই আপনার কম্পিউটার বা ল্যাপটপ প্রয়োজন হবে। এই দুইটি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি ওয়েব ডিজাইন করতে পারবেন। ওয়েব ডিজাইন শেখার দুইটি জনপ্রিয় অ্যাপস হলো

  • W3sSchools
  • FreeCordCamp

এই অ্যাপের মাধ্যমে আপনি শিখে প্র্যাক্টিস করার জন্য আলদা অ্যাপস রয়েছে। যেগুলো আপনি Google Play store থেকে সম্পর্ন ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। আমি নিচে সেই অ্যাপস এর নাম উল্লেখ্য করছি যথা-

  • Web Development Made Easy
  • Programming Hero
  • Solo Learn

(৪) ব্লগিং

মোবাইল দিয়ে অনলাইন থেকে টাকা আয় করার সবচেয়ে সহজ উপায় হলো মোবাইলে ব্লগিং করা। ব্লগিং মানে আপনি নিজের বা অন্যদের ওয়েবসাইটে কন্টেন্ট লিখবেন। যেটা মোবাইল দিয়ে ১০০% সম্ভব। আমি নিজেও একজন ব্লগার। আমিও প্রথমে মোবাইল দিয়ে ব্লগিং শুরু করেছিলাম। পরে যখন আমি ব্লগিং করে ইনকাম করি তখন ল্যাপটপ ক্রয় করি। আপনি যদি ব্লগিং সম্পর্কে বিস্তরিত জানতে চান তাহালে নিচের আর্টিকেলটি পড়ুন।

২০২২ সালে কিভাবে ব্লগিং (blogging) শুরু করলে সফল হবেন?
ব্লগিং (Blogging) শিখতে হলে কি কি বিষয়ে জানতে হবে

অনলাইনে আয় করার সহজ উপায় 2022
অনলাইনে আয় করার সহজ উপায় 2022 The Easy Way to Make Money Online 2022

(৫) ইউটিউব

আপনি সহজে মোবাইলের মাধ্যমে ইউটিউবে চ্যানেল তৈরি করে সেখানে ভিডিও পাবলিশ করতে পারবেন। আমাদের দেশে এমন অনেক বড় বড় ইউটিউবার রয়েছে যারা প্রথমে মোবাইল দিয়ে ইউটিউব এর কাজ করা শুরু করেছে। আপনিও চাইলে শুরু করতে পারেন। আপনি এন্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ভিডিও রেকাড, ভিডিও এডিটিং সব কিছু প্রফোসানাল ভাবে করতে পারবেন। আমি নিচে মোবাইলে সেরা ভিডিও এডিটিং সফটওয়্যার গুলোর নাম উল্লেখ করছি যথা-

  • PowerDirector
  • KineMaster

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *