যাকাত কি
যাকাত কি জাকাত জাকাত শব্দের অর্থ কি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো যাকাত। পবিত্র কুরআনের যেখানেই নামাজের কথা বলা হয়েছে, সেখানেই পর পর যাকাতের কথা বলা হয়েছে। তাই যাকাতের গুরুত্ব যে কত তা আর বলার অপেক্ষা রাখে না। কুরআনে বলা হয়েছে, “অর্থাৎ, তোমরা নামাজ কায়েম কর এবং যাকাত আদায় কর।” নিম্নে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
যাকাত কি বা কাকে বলে?
Zakat Calculator in Bangladeshi Taka
যাকাত শব্দের আভিধানিক অর্থ হলো –
- বৃদ্ধি পাওয়া
- পবিত্র হওয়া
- প্রাচুর্য
- প্রশংসা ইত্যাদি।
পারিভাষিক অর্থে
শরিয়তের পরিভাষায়, সাড়ে সাত তোলা সোনা বা সাড়ে বায়ান্ন তোলা রূপা বা এর সমপরিমাণ অর্থ সম্পদ থাকলে তা থেকে বার্ষিক আয়ের ২.৫% অংশ আল্লাহর পথে দান করে দেওয়ার নাম যাকাত।এতে সম্পদ হালাল ও পবিত্র হয়।