রসায়নের প্রেমপত্র

প্রিয় অনু,

তুমি আমার পর্যায় সারণীর ১১৮ নাম্বার মৌল।

তুমি আমার হৃদয়ের ক্রিয়া বিক্রিয়ার ফল।

তোমার আমার ভালবাসা আয়নিক বন্ধনের মত।

তোমার আমার প্রেম নিস্ক্রিয় মৌলের

মত। আর হবেই না কেন । কারন, তুমি

যে পর্যায়ের , যে গ্রুপের মেয়ে

আমি ঠিক পরের পর্যায়ের ,পরের গ্রুপের

ছেলে। তাই তোমার সাথে আমার কৌনিক

সম্পর্ক বিদ্যমান। তোমার প্রেম তো বোরের

মডেলের মত না যে, তোমার চেয়ে সুন্দরী

মেয়ে দেখলে তার গলায় লাফিয়ে পরব।

কত ছেলে- মেয়ের প্রেমে প্রতিস্থাপন

ঘটল। তাই কেউ কেউ বুকে দহন

বিক্রিয়া চালিয়ে চোখ দিয়ে পানি যোজন

ঘটল। কিন্ত আজও কেউ আসতে পারেনি।

কারন, আমি সর্বদা Lithium এর মত সক্রিয়

ছিলাম তোমার প্রেমে। অনুকে ভাঙলে

পরমানু আর পরমানু ভাঙলে মৌলিক

কনিকা পাওয়া যায়।কিন্ত আমার

মনকে বিশ্লেষণ করলে‌ তোমায় ছাড়া

আর কেউ নেই। আমার চোখে যখন তুমি

তাকাও‌‌ তখন Hidrogen এর মত কত দুষ্ট ছেলে

হিংসা করে। করে লাভ নেই আমি কার্বনের

মত রুপ পরিবর্তন করব না। কারন, তুমি

পারদের মত ভাঙলেও গলবে না। সর্বপরি

He এর মত জ্বলবে যাতে Nickel এর মত খাটি

থাক। আর যদি কেউ বেশি চাপ দেয় তবে হিরার

ন্যায় ধারালো হবে । যার কাছে যেন কেউ

ঘেসতে না পারে।কারন , তুমি আমার ইলেক্ট্রন

আর আমি তোমার প্রোটন। এখানে সবাই

নিউটন হয়ে থাক।

ইতি

আমি তোমার লাফিং গ্যাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *