সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২
-
- উদীয়মান অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ – ৯ম।
- ২০৩০ সালে বাংলাদেশ বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে হবে – ২৪ তম।
- পাসপোর্ট ইনডেক্স ২০২২ সালের তালিকার শীর্ষস্থানে যৌথভাবে আছে জাপান ও সিঙ্গাপুর।বাংলাদেশ ১০৩ তম।
- বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত চলচ্চিত্রের নাম – স্ফুলিঙ্গ।
- Global Firepower Index-2022 বাংলাদেশ ৪৬তম। ১ম যুক্তরাষ্ট্র; সবশেষে ভুটান।
- প্রথমবার মানুষের সাহায্য ছাড়া সফল অস্ত্রোপচার করেছে মার্কিন রোবট “STAR” (The Smart Tissue Autonomous Robot)
- রিবা আন্তর্জাতিক পুরস্কারে ‘বিশ্বের সেরা নতুন ভবন’ হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতাল।
- বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে।
- বঙ্গবন্ধ-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে ২০২৩ সালে।
- বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসবে ২০২৬ সালে।
- বাংলাদেশ এলসিডিতে তালিকাভুক্ত হয় ১৯৭৫ সালে।
- বর্তমানে বাংলাদেশসহ এলডিসি থেকে উত্তরণের পথেই রয়েছে ৪টি দেশ।
- মুজিববর্ষের স্মরনিকার নামঃ ‘ন্যায়কণ্ঠ’।
- FAO এর ৩৬ তম সম্মেলন ২০২২ সালে অনুষ্ঠিত হবেঃ ঢাকা, বাংলাদেশ।
- সেন্ট মার্টিন ও এর আশেপাশের ১,৭৪৩ বর্গ কিমি এলাকাকে ‘Marine Protected Area’ (MPA) ঘোষণা করা হয়েছে। ঘোষণাকাল : ৪ জানুয়ারি, ২০২২।
- জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ : হাভিয়ের কাবরেরা (স্পেন)।
- ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ফুটবলের নাম ‘রিহলা’।
- ২০২২ সালের পোডাক্ট অফ দ্য ইয়ার বা বর্ষপণ্য ‘আইসিটি পণ্য ও সেবা’। ২০২১ সালে বর্ষপণ্য ছিলো ‘চামড়া ও চামড়াজাত দ্রব্য’।
পদ্মা সেতু a to z – জানা অজানা তথ্য ও বিভিন্ন প্রশ্ন – উত্তর !
জমির মালিকানা বের করার উপায় – জমির দলিল বের করার নিয়ম
- আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২১ – শাহিন শাহ আফ্রিদি।
- ইন্দোনেশিয়ার নতুন রাজধানী ‘নুসান্তারা’ (অবস্থান – বোর্নিও দ্বীপে)
- ১০৭ দেশের সমর্থনে জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজ্যুলেশন গৃহীত হয়েছে ১৭ই নভেম্বর, ২০২১
- বাংলাদেশে করোনার প্রথম ট্যাবলেট ‘মলনুপিরাভির’ বাজারজাত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস (৯ নভেম্বর)। নাম – ‘এমোরিভির ২০০
- ১ম বার ‘Indian Ocean Rim Association’ (IORA) এর চেয়ারম্যান হয়েছে বাংলাদেশ।
- ১২ ডিসেম্বর ২০২১ সালে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু হয়েছে বাংলাদেশে। ফাইভ-জি চালু করা মোবাইল অপারেটর হলো টেলিটক।
- ২০২২ সালে কপ-২৭ মিশরে এবং ২০২৩ সালে কপ-২৮ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।
- ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কারে ভূষিত হয়েছেন সজীব ওয়াজেদ জয়।
- COP-26 জলবায়ু সম্মেলনে বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র – “নোনা জলের কাব্য” প্রদর্শিত হয়।
- পরিচালক
- – রেজওয়ান শাহরিয়ার।
- বাংলাদেশের অর্থনীতির জিডিপি পরিমাপের নতুন ভিত্তি বছর
- – ২০১৫-১৬
- গ্রীন হাউস গ্যাস নি:সরণে শীর্ষ দেশ
- – চীন।
- প্রথম বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে ‘জাতিসংঘ জনসেবা পুরস্কার’ (UN Public Service Award) পেয়েছে ভূমি মন্ত্রণালয়।
- বিশ্বে প্রথম বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি হিসেবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (নাসডাক) তালিকাভুক্ত হয়েছে ‘Fintech Ecosystem Development Corporation’.
- ফ্রান্সের সাথে আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ৩টি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ (১০ নভেম্বর)।
- বিশ্বের প্রথম কাগজবিহীন প্রশাসন চালু করে দুবাই
- রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)—২৮ ফেব্রুয়ারি ২০২২।
ন্যাটোর বর্তমান সদস্য দেশ-৩০ টি। - অলভিয়া বন্দরটি যে সাগরে অবস্থিত- কৃষ্ণসাগরে।
বর্তমান World Food Programme (WFP) এর সভাপতি এবং দেশের- মো. শামীম আহসান, বাংলাদেশ - হীরালাল সেন পদক-২০২২ পেয়েছেন – রেজওয়ান শাহরিয়ার সুমিত।
রেজওয়ান শাহরিয়ার সুমিত ” হীরালাল সেন পদক -২০২২” পান যে চলচ্চিত্র জন্য- নোনা জলের কাব্য - ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়– ২ মার্চ ২০২২
দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করেছে মুঠোফোন অপারেটর “গ্রামীণফোন”(৭ মার্চ ২০২২)। - E-Sim=Embedded Subscriber Identity Module.
- বর্তমান (১৩তম) প্রধান নির্বাচন কমিশনার-কাজী হাবিবুল আউয়াল ( অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব)।
- BPL- 2022 আসরে বরিশালকে ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র- গিরিকন্যা।
- বাংলাদেশের মিডিয়া জগতে বিশেষ অবদানের জন্য ২২ তম আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেয়েছেন- বসুন্ধরা
- গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
- বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান – ২য় ১ম স্থানে – চীন এবং তৃতীয় স্থানে ভিয়েতনাম।
- ২০২২ সালে COP-27 অনুষ্ঠিত হবে–মিশর
- ২০২৩ সালে COP-28 অনুষ্ঠিত হবে– সংযুক্ত আরব আমিরাত।
- ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।
- নিরাপদ শহর ২০২১ এর তালিকায় ১ম-আইসল্যান্ড , ২য়- সংযুক্ত আরব আমিরাত , ৩য়ঃ কাতার।
- বাংলাদেশের অবস্থান – ১০৫ তম।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ ৫০টি এমসিকিউ
চাকরির পরিক্ষায় আসার মত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো।
- মধ্যপ্রাচ্যে তেল সংকট হয় – ১৯৭৩ সালে।
- ২০২১ সালে বৈধ পথে প্রবাসী রেমিট্যান্স আসে – ২২ বিলিয়ন ডলারের বেশি।
- সাদা সোনা বলা হয় – চিংড়িকে।
- বন্যাপ্রবণ এলাকায় ব্যবহৃত ধানবীজ – ব্রি ধান-৫২।
- গ্রিনিচের দ্রাঘিমা – ০ ডিগ্রি।
- আন্তজার্তিক তারিখ রেখা অতিক্রম করেছে – প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে।
- পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় – ২৩ সেপ্টেম্বর।
- ইউরেনাসের উপগ্রহের সংখ্যা -২৭ টি।
- ইউরোপীয় বণিক গোষ্ঠী ভারতে আসে – মোগল।
- ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় – ১৬০০ সালে।
- পলাশীর যুদ্ধ সংগঠিত হয় – ১৭৫৭ সালে।
- ২০২০-২১ অর্থ বছরে দেশে মাথাপিছু আয় দাঁড়িয়েছে – ২৫৯১ ডলার।
- পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ঢাকা পর্যন্ত রেললাইন নির্মান করবে – যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি আইএম পাওয়ার।
- চট্টগ্রামের বাঁশখালীতে এলএনজিভিত্তিক – ৬০০ মে.ও বিদ্যুধ কেন্দ্র করবে সৌদি আরবেন অ্যাকুয়াপাওয়ার।
- ২০২০-২১ অর্ত বছরের চুড়ান্ত হিসাবে জিডিপির প্রবৃদ্ধির হার – ৬.৯৪%
আফ্রিকা কাপ অব নেশনস জিতে – সেনেগাল। - প্রথম বাংলাদেশি নারী সাঁতারু হিসেবে সোনা জেতেন – মাহফুজা খাতুন, ২০১৬ সালে।
Tag: সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২, সাম্প্রতিক আন্তর্জাতিক সাধারণ জ্ঞান ২০২২, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ বাংলাদেশ, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ এপ্রিল, সাম্প্রতিক সাধারণ জ্ঞান মার্চ ২০২২, করোনা সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ pdf, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ জানুয়ারি,