স্বর্ণের যাকাত দেওয়ার নিয়ম

স্বর্ণের যাকাত দেওয়ার নিয়ম যদি ৭.৫ ভরি বা তার থেকে বেশি পরিমান স্বর্ণ অথবা ৫২.৫ ভরি বা তার থেকে বেশি পরিমান রূপা পূর্ণ এক চন্দ্র বছর জমা থাকে, তাহলে তাকে সেটার মোট মূল্যের ৪০ ভাগের ১ ভাগ বা, শতকরা ২.৫ টাকা (প্রতি ১০০ টাকায় ২.৫ টাকা) হারে যাকাত দিতে হবে।উদাহরণঃ যেমন ধরুন, কারো কাছে ১০ ভরি স্বর্ণ আছে। এটা নিসাবের পরিমানের থেকে বেশি, তাই তাকে যেইভাবে হিসাব করতে হবেঃ১০ * প্রতি ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য * ০.০২৫ = যেই টাকা আসবে, সেই পরিমান টাকা তাকে যাকাতের খাতগুলোতে ব্যয় করতে হবে। স্বর্ণের যাকাত দেওয়ার নিয়ম

ফিতরার পরিমাণ কত ২০২২

স্বর্ণের রৌপ্যের যাকাত স্বর্ণের যাকাত দেওয়ার নিয়ম

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘বিশ দিনারের কম স্বর্ণে যাকাত ফরজ নয়। যদি কোন ব্যক্তির কাছে ২০ দিনার পরিমাণ স্বর্ণ একবছর যাবত থাকে, তবে তার জন্য অর্ধ দিনার যাকাত দিতে হবে। এরপরে যা বৃদ্ধি পাবে তার হিসাব ওইভাবেই হবে’ (সুনান আবু দাউদ)। উল্লেখ্য যে, হাদীসে বর্ণিত ১ দিনার সমান ৪.২৫ গ্রাম স্বর্ণ। অতএব, ২০ দিনার সমান ২০×৪.২৫=৮৫ গ্রাম স্বর্ণ। এক ভরি সমান ১১.৬৬ গ্রাম হলে, ৮৫ গ্রাম স্বর্ণে (৮৫÷১১.৬৬)=৭.২৯ ভরি স্বর্ণ। অর্থাৎ কারো কাছে উল্লিখিত পরিমাণ স্বর্ণ এক বছর যাবত থাকলে তার ওপর বর্তমান বাজার মূল্যের হিসাবে মোট সম্পদের ২.৫০% যাকাত দেয়া ফরজ। স্বর্ণের যাকাত দেওয়ার নিয়ম

ফিতরা কত টাকা ২০২২ – Fitra Amount 2022

রৌপ্যের যাকাত

রৌপ্যের নিসাব উল্লেখ করে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘পাঁচ উকিয়ার কম পরিমাণ রৌপ্যে যাকাত নেই’ (সহীহ আল-বুখারী)। উল্লেখ্য, ১ উকিয়া সমান ৪০ দিরহাম, আর ৫ উকিয়া হলো ৪০ ×৫=২০০ দিরহাম। অন্যত্র রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা প্রতি ৪০ দিরহামে ১ দিরহাম যাকাত আদায় করবে। ২০০ দিরহাম পূর্ণ না হওয়া পর্যন্ত তোমাদের প্রতি কিছুই ফরজ নয়। ২০০ দিরহাম পূর্ণ হলে এর যাকাত হবে পাঁচ দিরহাম এবং এর অতিরিক্ত হলে তার যাকাত উল্লেখিত হিসাব অনুযায়ী প্রদান করতে হবে (সুনান আবু দাউদ)। হাদীসে বর্ণিত ২০০ দিরহাম সমান ৫৯৫ গ্রাম রৌপ্য। ১১.৬৬ গ্রাম সমান ১ ভরি হলে ৫৯৫ গ্রাম রৌপ্য হবে ৫৯৫÷১১.৬৬=৫১.০২ ভরি। উক্ত পরিমাণ রৌপ্য কারো কাছে এক বছর যাবত থাকলে তার ওপর বর্তমান বাজার মূল্যের হিসাবে মোট সম্পদের শতকরা ২.৫০ (আড়াই) ভাগ যাকাত আদায় করা ফরজ। স্বর্ণের যাকাত দেওয়ার নিয়ম

রৌপ্যের যাকাত দেওয়ার নিয়ম

যে ক্যারেট রৌপ্য তার কাছে রয়েছে, প্রথম তার বাজার দর জানতে হবে। আর যদি একাধিক ক্যারেটের রৌপ্য থাকে, যে ক্যারেট রৌপ্য বেশি রয়েছে তার বাজার দর জানতে হবে। অতঃপর যত গ্রাম রৌপ্য তার মালিকানায় রয়েছে তার সংখ্যা দিয়ে একগ্রাম রৌপ্যের বাজার দরকে গুণ দিতে হবে, মোট মূল্য থেকে ২.৫% যাকাত বের করবেন, যে অংক বের হবে সেটি ৫৯৫ গ্রাম রৌপ্যের যাকাত।

তথ্যসূত্র : সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)

১ লক্ষ টাকার যাকাত কত

যাকাত শতকরা ২.৫টাকা। সেই হিসেবে ১লক্ষ টাকায় ২৫০০টাকা যাকাত আদায় করতে হবে। স্বর্ণের যাকাত দেওয়ার নিয়ম

 

স্বর্ণের যাকাত দেওয়ার নিয়ম
স্বর্ণের যাকাত দেওয়ার নিয়ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *