সাধারন জ্ঞান – বিজ্ঞান বিষয়ে 400টি প্রশ্ন ও উত্তর।

বিজ্ঞান বিষয়ে 400 টি প্রশ্ন ও উত্তর।

  • কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় = কালো।
  • মটরগাড়ির হেড লাইটে কোন দর্পন ব্যবহার করা হয় = অবতল।
  • রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমেনিয়াম ব্যবহার করা হয় কারণ = এতে দ্রুত তাপ সঞ্চালিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়।
  • পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন = মধ্যাকর্ষণ বলের জন্য।
  • কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি = কঠিন।
  • একক সময়ে শব্দ যে দুরত্ব অতিক্রম করে তাকে বলে = শব্দের গতি।
  • বিদ্যুৎ পরিবাহী তাপমাত্রা ও প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকলে দৈর্ঘ্য বাড়ালে রোধে কি ঘটবে = রোধ বাড়বে।
  • প্যাসকেলের সূত্রটি প্রযোজ্য = তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে।
  • International System of Unite কে সংক্ষেপে বলে = S.I পদ্ধতি।
  • কোন বস্তুর ত্বরণ বলতে কি বুঝায় = সময়ের সাথে বেগ বৃদ্ধির হার।
  • নিউটন কি = বলের একক।
  • পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোন অংশে চাপ প্রয়োগ করলে কি ঘটবে = পদার্থের সবদিকে চাপ সমানভাবে সঞ্চালিত হয়।
  • দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আলোকরশ্মির দিক পরিবর্তনের ঘটনাকে বলে = প্রতিসরণ।
  • লাল ও সবুজ রং মিশিয়ে কোন রং পাওয়া যায় = হলুদ।
  • ডায়নামো কি ?= যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের যন্ত্র।
  • কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল, বায়বীয় অবস্থায় পাওয়া যায় = পানি।
  • চুম্বকের আকর্ষন কোন অংশে বেশি = দুই মেরুতে।
  • কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস = সূর্যরশ্মি।
  • 20° সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট = 68° F
  • পানির তাপমাত্রা 0° থেকে 4°এ উন্নীত হলে পানির ঘনত্ব = বাড়বে।
  • কাজের একক কোনটি = জুল।
  • স্প্রিং নিক্তি দিয়ে কি মাপা হয় = ওজন।
  • স্থির তরলে কোন বস্তুকে নিমজ্জিত করলে সেই বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে কি বলে = প্লবতা।
  • কোনটি জেনেরেটরে উৎপাদিত কারেন্টকে বৃদ্ধি করে = কয়েলে পেঁচ সংখ্যা বৃদ্ধি করে।
  • দৈর্ঘ্য প্রসারণ গুনাংক কোন বিষয়ের উপর নির্ভর করে = তাপমাত্রা স্কেল, বস্তুর প্রকৃতি।
  • দৃশ্যমান আলোতে কোন রং আলোতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় = লাল।
  • 0° c তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপে শুল্ক বায়ুতে শব্দের বেগ কত = 332 মিটার/সেকেন্ড।
  • শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ = কম থাকে।
  • আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক’কে বলে = কেলভিন।
  • সূর্য থেকে হঠাৎ আলো আসা বন্ধ হয়ে গেলে তা আমরা অনুভব করতে পারি কতক্ষণ পর = 8 মিনিট 32 সেকেন
  • ছাতার কাপড়ের রং সাধারণ কালো হয় কেন = কালো রং তাপ শোষন করে বলে।
  • বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে = টমাস আলভা এডিসন।
  • একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয় = শোয়া অবস্থায়।
  • সমুদ্র নীল দেখানোর কারন হলো আপতিত সূর্য রশ্মির = বিক্ষেপন।
  • শব্দ বিস্তারের জন্য প্রয়োজন হয় = বায়বীয় মাধ্যমের।
  • ন্যানো সেকেন্ড হলো = এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ।
  • শূন্য ঘরের চেয়ে লোক ভর্তি ঘরের শব্দ কম হয় কেন = শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়।
  • সূর্য থেকে পৃথিবীতে শব্দ আসতে সময় লাগে = 8.32 মিনিট।
  • যে সর্বোচ্চ শব্দের শ্রুতি সীমার উপর মানুষ বধির হতে পারে তা হলো = 105 ডেসিবেল।
  • চাঁদে বা অন্য গ্রহে নিলে বস্তুর কি পরিবর্তন ঘটবে = বস্তুর ভর একই থাকবে কিন্তু ওজন বদলাভে।
  • টেলিফোনের আবিস্কারক = আলেকজান্ডার গ্রাহাম বেল।
  • সূর্য রশ্মি কি গতিতে গমন করে = সেকেন্ডে 1,86,000 মাইল বেগে।
  • “থিউরি অব রিলেটিভিটি” এর উদ্ভাবক কে = আলবার্ট আইনস্টাইন।
  • বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয় = টাংস্টেন।
  • একটি বৈদ্যুতিক পাখা ধীরে চালালে বিদ্যুৎ খরচ হবে = সমান বা একই হয়।
  • রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর যে রশ্মি নির্গত হয় = গামা রশ্মি।
  • পানিকে বরফে পরিনত করলে এর আয়তন = বাড়ে।
  • বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না = লাল , নীল, সবুজ।
  • কোথায় সাঁতার কাটা কম অসাধ্য = সাগরে।
  • উষ্ণতার একক কিভাবে পরিমাপ করা হয় = কেলভিন।
  • হীঁরা আঁধারে চক চক করে কেন = উচ্চ প্রতিসরাঙ্কের কারনে আলোর প্রতিসরণ ঘটে।
  • আবহাওয়ার 90% আদ্রতা বলতে কি বুঝায় = বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%।
  • ভূমিকম্প মাপার যন্ত্র কি = সিসমোগ্রাফ বা সিসমোমিটার।
  • উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র = ট্যাকোমিটার।
  • কোন যন্ত্র দিয়ে বিদ্যুৎ পরিমাপ করা হয় = অ্যামিটার।
  • বাতাসের আদ্রতা পরিমাপ যন্ত্র = হাইগ্রোমিটার।
  • ডুবোজাহাজ হতে পানির উপরে কোন বস্তু দেখার জন্য ব্যবহৃত হয় = পেরিস্কোপ।
  • পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থ কী = হীরক।
  • সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 0° ডিগ্রি হলে তা ফারেনহাইট স্কেলে হবে = 32 ফারেনহাইট।
  • Electric bill is calculated in = kilowatt hour.
  • বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয় কেন = শীতকালে তার ঠান্ডায় সংকুচিত হয়।
  • কোন বস্তু যখন সমস্ত আলো শোষন করে তখন তাকে = কালো দেখায়।
  • মেঘাচ্ছন্ন আকাশের রাত অপেক্ষাকৃত উষ্ণ হয় কারন = মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকরণে বাধা দেয়।
  • দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের = বেগুনি।
  • “To every action there is an equal and opposite reaction” The theory has given by- = Newton.
  • টুথপেস্টের প্রধান উপাদান = সাবান ও পাউটার।
  • পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফুটে = 100°C
  • তরল মিশ্র পদার্থ থেকে ছেঁকে ভারী অদ্রবনীয় পদার্থ পৃথক কথার প্রনালীকে বলে = পাতন।
  • নাইট্রিক এসিড একটি অনুতে কয়টি পরমাণু থাকে = 5 টি।
  • কোন ধাতু পানিতে বাসে = cu
  • জিংক সালফেটের সংকেত = Znso4
  • অ্যালুমেনিয়ামের যোজনী = 4
  • কোনটি তড়িৎ বিশ্লেষণ যোগ্য নয় = চিনি।
  • সার হিসেবে কোন পদার্থটি ফসলের ক্ষেত্রে ব্যবহার করা হয় = ইউরিয়া।
  • হ্যালজেন মৌলসমূহের শেষ খোলসে ইলেকট্রনের সংখ্যা কতটি = 5 টি।
  • অসস্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি = ইথিলিন।
  • ইথানল জীবানুর উপস্থিতিতে বায়ু দ্বারা জারিত হলে কি পাওয়া যায় = এসিটিক এসিড।
  • কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় = কালো ।
  • সবচেয়ে হালকা মৌল = হাইড্রোজেন।
  • দুধে কোন ধরনের এসিড থাকে = ল্যাকটিক এসিড।
  • পানিতে কিসের পরিমাণ কমে গেলে মাছ ও অন্যান্য জলজ প্রানী মারা যায় = O2
  • তামা ও টিনের মিশ্রণে কি হয় = ব্রোঞ্জ।
  • শুকানোর মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা যায় কারণ = শুষ্ক খাদ্যে আবহাওয়া বিরুপ প্রবাহ বিরাজ করে।
  • বায়ু মন্ডলে কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষন করে = ওজোন।
  • ঘর্ঘণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয় = ইলেট্রন।
  • কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না = হাইড্রোজেন।
  • কচু খেলে গলা চুলকায় কারন কচুতে থাকে = ক্যালসিয়াম অক্সালেট।
  • ফরমালিন হলো ফরমালডিহাইডের = 40% জলীয় দ্রবণ।
  • কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো = বালি।
  • হিমোগ্লোবিনের কাজ কি = অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা।
  • কোনটি জীবাশ্ম জ্বালানি নয় = বায়োগ্যাস।
  • হীরক উজ্জ্বল দেখায় কারন = আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।
  • সবচেয়ে মুল্যবান ধাতু = প্লাটিনাম।
  • এসিড বৃষ্টি হয় বাতাসে = সালফার ডাইঅক্সাইডের আধিক্য।
  • গ্যালভানাইজেশন এর কাজে ব্যবহার করা হয় কোন ধাতু = জিংক।
  • পানি জমলে আয়তন = বাড়ে।
  • মানব দেহে স্বাভাবিক উষ্ণতা কত = 98.4° ফারেনহাইট।
  • N.I.P এর পূর্নরূপ কি = Normal Temperature & Pressure.
  • পরম শূন্য তাপমাত্রা সমান = 273° সেন্টিগ্রেড।
  • এস আই পদ্ধতিতে তাপের একক = জুল।
  • একটি বন্ধ ঘরে একটি চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা = অপরিবর্তিত থাকবে।
  • সি এন জি গাড়ী চলে = অটো চক্রে।
  • বাংলাদেশে টিভি সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগন্যাল পাঠাতে হয় = ফিকুসেনসী মডুলেশন করে।
  • আলট্রাসনোগ্রাফি কি = ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং।
  • হীরক উজ্জ্বল দেখায় কারন = আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে।
  • বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় কেন = বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে।
  • তেজস্ক্রিয় পদার্থ নয় = লৌহ।
  • শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায় কারন = বাতাসে আপেক্ষিক আদ্রতা কম থাকে।
  • ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য = ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ।
  • ভূমি থেকে উপরে উঠলে শ্বাসকষ্ট হয় কেন = উপরে বায়ুর চাপ বেশি থাকে।
  • গ্রীষ্মকালে আমরা কালো কাপড় পরিধান করি না কেন = কালো কাপড় শরীরের তাপ কে বাহিরে যেতে দেয় না।
  • ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কারন = শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়।
  • প্লাস্টার অব প্যারিস বলা হয় = দুই অনু পানিসহযোগে গঠিত ক্যালসিয়াম কার্বনেট।
  • উড পেন্সিলের “সীস” হলো = গ্রাফাইট, 2B, 4B, 6B পেন্সিলের শীষেও গ্রাফাইট থাকে।
  • শুষ্ক বরফ বলা হয় = হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে, ব্যবহৃত হয় স্টেজে ধোয়া সৃষ্টিতে।
  • কোনটি সৌর কোষে ব্যবহৃত হয় = ক্যাডসিয়াম।
  • পানি ঢেলে কেরোসিনের আগুন নিভানো যায় না কারন = কেরোসিন পানির চেয়ে হালকা।
  • অ্যামোনিয়াম সালফেট কি = একটি লবন।
  • কাঁচ কি দিয়ে তৈরি = Si02, যার অন্য নাম সিলিকা,
  • বালির প্রধান উপাদান কি = সিলিকা।
  • কোন জৈববস্তর অসম্পূর্ণ দহনের ফলে কোন গ্যাস তৈরি হয় = কার্বন মনোঅক্সাইড।
  • কোন গ্যাসের রং লালচে বাদামী = নাইট্রোজেন ডাইঅক্সাইড।
  • এসিড বৃষ্টির জন্য দায়ী = সালফার ডাইঅক্সাইড ও নাইট্রাস অক্সাইড।
  • কোন ধাতু সর্বাপেক্ষা হালকা = লিথিয়াম।
  • কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী = রেডন, এটি একটি নিষ্ক্রিয় গ্যাস।
  • ফ্রেয়ন কার ট্রেড নাম = CFC (রেফ্রিজারেটরে থাকে), ক্লোরোফ্লুরো কার্বন।
  • লাফিং গ্যাস কি = No2
  • কাপড় কাচার সোডা কোনটি = Na2CO3
  • নোবল গ্যাস নয় = ওজন।
  • ওয়াটার গ্যাসের প্রধান উপাদানগুলো কি কি = হাইড্রোজেন ও কার্বন-মনোঅক্সাইড।
  • টেস্টিং সল্ট – এর রাসায়নিক নাম কি = মনো সোডিয়াম গ্লুটামেট, আজিনামোটো।
  • পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবানুমুক্ত করা হয় = দুধকে।
  • প্রানীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় = মিথেন।
  • রেস্টিফাইড স্পিরিট হলো = 95% ইথাইল এলকোহল + 5% পানি।
  • গ্যালভানাইজেশন হলো লোহার উপর = দস্তার প্রলেপ।
  • স্যাকারিন প্রস্তুত করা হয় = টলুইন হতে।
  • কোন জ্বালানি পোড়ালে প্রধানত সালফার ডাইঅক্সাইড গ্যাস বাতাসে আসে = ডিজেল।
  • মৌলিক পদার্থ নয় = ফসফিন।
  • কোন ধাতু কে পোড়ালে উজ্জল হলুদ বর্ণের শিখা উৎপন্ন হয় = সোডিয়াম।
  • কোন অধাতু বিদ্যুৎ পরিবহন করে = গ্রাফাইট।
  • টুথপেস্টে ফ্লোরাইড ব্যবহার করা হয় কেন = এটি দাঁতের ক্ষয়রোধ করে।
  • কোনটি কাঁদানে গ্যাস হিসেবে ব্যবহার করা হয় = ক্লোরোপিক্রিন।
  • যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে বলে = মৌলিক ধাতু।
  • জিরকন, মোনাজাইট, বিউটাইল প্রভৃতির সমন্বয়ে গঠিত হয় = কালো সোনা।
  • স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয় = নাইট্রিক এসিড।
  • মানুষের রক্তের PH কত = 7.4
  • CNG এর পূর্নরূপ কি = Compressed Natural Gas.
  • PCR এর পূর্নরূপ কি = পলিমার চেইন রিঅ্যাকশন।
  • C6H14 এর আইসোমার এর সংখ্যা = 6 টি।
  • হাইড্রোজেনের পরমাণু তে কোনটি নেই = ইলেক্ট্রন।
  • অগ্নিনির্বাপক সিলিন্ডারে থাকে = তরল কার্বন ডাইঅক্সাইড।
  • তরল ধাতু = পারদ।
  • H+ আয়ন দ্রবণ্যের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে কি বলে = pH
  • স্টেইনলেস স্টীলে লোহার সাথে কোন ধাতু মিশানো হয় = নিকেল ও ক্রোমিয়াম।
  • ভিনেগার = 10% এসিটিক এসিডের জলীয় দ্রবণ।
  • “অ্যাকোয়া রিজিয়া” বলতে কি বুঝায় = কনসেনট্রেটেড হাইড্রোক্লোরিক এসিড ও নাইট্রিক এসিডের মিশ্রন।
  • দুধের রং সাদা হয় কেন = কার্বোহাইড্রেটের জন্যে।
  • মানুষের বুদ্ধির বিকাশ সাধন হয় = 24 বছরে।
  • উদ্ভিদের সালোসংশ্লেষণে কাজ করে = ক্লোরোফিল।
  • যে বস্তু আলোর সব রং প্রতিফলিত করে তার রং = সাদা।
  • জিনের রাসায়নিক গঠন উপাদান কে বলা হয় = DNA
  • পাউরুটি পালানোর জন্য কোন ছত্রাকজাতীয় উদ্ভিদ ব্যবহার করা হয় = ঈস্ট।
  • কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন = প্রস্বেদন রোধ করার জন্য।
  • ভাইরাস একটি = অকোষীয় জীব।
  • শৈবাল কোন জাতীয় উদ্ভিদ = স্বভোজী।
  • উদ্ভিদ কোষ থেকে পানি বাষ্পাকারে বের হয়ে যাওয়ার নিয়মকে বলে = প্রস্বেদন।
  • যেসব উক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের বলে = আইসোটোপ।
  • যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের বলে আইসোটোন।
  • “শিমের বিচি” কোন ধরনের খাদ্য = আমিষ।
  • ডিম ও দুধে কোন ভিটামিন নেই = সি।
  • ” গলগন্ড” রোগ হয় কিসের অভাবে = আয়োডিন।
  • পানি বাহিত রোগ = জন্ডিস।
  • প্রোটিন তৈরিতে ব্যবহার হয় = অ্যামাইনো এসিড।
  • কোন রোগে শরীরের ইমিউনিটি নষ্ট হয় = এইডস্।
  • বিলিরুবিন তৈরি হয় = যকৃতে।
  • মানবদেহে লোহিত কনিকার আয়ুষ্কাল কতদিন = 120 দিন।
  • মানবদেহে কতটি হাড় আছে = 206
  • সকল সম্পূরক উদ্ভিদ = স্বভোজী
  • সর্বাধিক পটাসিয়ামযুক্ত খাদ্য কোনটি = ডাব।
  • হৃদপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুঁলানোকে বলে = এনজিও প্লাস্ট।
  • নিউমোনিয়া রোগটি হয় = ফুসফুসে।
  • জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে = ক্রোমোজম।
  • মানব দেহে বৃদ্ধির জন্য দরকার = আমিষ।
  • কোন রোগে মাড়ি দিয়ে রক্ত ও পুঁজ পড়ে = স্কার্ভি।
  • রক্তে লোহিত কনিকার কাজ কি = অক্সিজেন বহন করা।
  • এইডস্ রোগ দেহের কোন কণিকা ধ্বংস করে = শ্বেত কনিকা।
  • মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হাওয়াকে বলে = স্ট্রোক।
  • সুষম খাদ্যে প্রধানত তিনটি খাদ্য উৎপাদনের অনুপাত = 4:1:1
  • আমিষের সহজলভ্য উৎস হলো = চীনাবাদাম।
  • বহুকোষী প্রানী নয় = অ্যামিবা।
  • ক্যান্সার রোগের প্রধান কারন কি = কোষের অস্বাভাবিক বৃদ্ধি।
  • দেহের কোন অংশে কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে = হেপারিন।
  • ভিটামিন “এ” এর অভাবে কোন রোগ হয় = রাতকানা।
  • কোনটি মশা বাহিত রোগ = ডেঙ্গু।
  • ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না = সালোসংশ্লেষণ।
  • এন্টিবায়োটিকের কাজ করে = জীবাণু ধ্বংসে।
  • যক্ষ্মা রোগের জীবাণু কে আবিষ্কার করেন = রবার্ট কচ।
  • দেহ কোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন = প্রোটিন।
  • ভয় পেলে গায়ের লোম খাড়া হয়ে যায় কোন হরমোনের অভাবে = অ্যাডরেনালিন।
  • কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে = ভিটামিন কে।
  • কোনটি দেহকোষ নয় = প্রোটিন।
  • ক্লোরোফিল অণুর উপাদান কী = ম্যাগনেসিয়াম।
  • হিমোগ্লোবিনের কাজ কি = অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা।
  • কোন রক্তের গ্রুপকে ” সর্বজনীন দাতা” universal donar বলা হয় = গ্রুপ O
  • মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয় = দুধকে।
  • তাপে কোন ভিটামিন নষ্ট হয় = ভিটামিন সি।
  • কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয় = ভিটামিন বি-2
  • মাছের মাথা থেকে কোন ভিটামিন পাওয়া যায় = ভিটামিন এ
  • দেহে আমিষের কাজ কি = দেহ কোষ গঠনে সহায়তা করে।
  • কচু খেলে গলা চুলকায় কারন কচুতে থাকে = ক্যালসিয়াম অক্সালেট।
  • শ্রবণ ছাড়াও কানের অন্যতম কাজ হলো = দেহের ভারসাম্য রক্ষা করা।
  • কোনটির মাধ্যমে পেশিগুলো অস্থির সাথে সংযুক্ত থাকে = লিগামেন্ট।
  • হৃদরোগের প্রধান কারণ = ধুম পান।
  • বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন = ডঃ আবদুল্লাহ আল মুতী।
  • কোন রাসায়নিক পদার্থটি ক্রোমোজমের অভ্যন্তরে থাকে না = লিপিড।
  • প্লাস্টিড কোথায় থাকে = সাইটোপ্লাজমে।
  • কোন পদার্থের জন্য ফুল রঙ্গিন ও সুন্দর হবে = ক্রোমোপ্লাস্ট।
  • অস্থির বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন = ক্যালসিয়াম।
  • ক্লোরোফিলের মধ্যে কোন ধাতব আয়রনটি আছে = ম্যাঙ্গানিজ।
  • কোন প্রানীটি মেরুদন্ডহীন প্রানী = কেচো।
  • রক্ত জমাট বাঁধতে কোন ধাতুর আয়ন সাহায্য করে = ক্যালসিয়াম।
  • ক্লোনিং এর মাধ্যমে জম্ম নেওয়া সর্বপ্রথম ভেড়ার নাম কি = ডলি।
  • জন্ডিস রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয় = লিভার।
  • ডিপথেরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয় = গলা।
  • কোনটি মৌলও নয় আবার যৌগও নয় = শর্করা।
  • মাছ কোনটির সাহায্যে শ্বাসকার্য চালায় = ফুলকার সাহায্যে।
  • বাতাসে অক্সিজেনের শতকরা হার কত = 20.71%
  • বায়ু মন্ডলে কোন গ্যাসের পরিমাণ বেশি = নাইট্রোজেন।
  • সুনামি এর প্রধান কারণ কি = সমুদ্র তলদেশে ভূমিকম্প।
  • যানবাহনের কালো ধোঁয়া কিভাবে পরিবেশ দূষিত করে = বাতাসে কার্বন মনোঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি।
  • কোনটি দিয়ে হাঁসের প্লেগ রোগ হয় = ভাইরাস।
  • ভূপৃষ্ঠ থেকে বহু উপরে উঠলে শরীর ফেটে রক্ত বের হয় কেন = সেখানে বায়ুর চাপ কম থাকে।
  • সূর্য রশ্মি থেকে কোন ভিটামিন পাওয়া যায় = ভিটামিন D.
  • সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল = পেয়ারা।
  • ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় = অক্সিজেন।
  • বর্ণালী ও শুভ্রা কি = উন্নত জাতের ভুট্টা।
  • পৃথিবীতে সবচেয়ে বেশি কপি উৎপন্ন হয় = ব্রাজিলে।
  • বাংলাদেশে একটি জীবন্ত জীবাশ্ম জ্বালানি = রাজ কাঁকড়া।
  • পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় = শুশুক।
  • সর্বপ্রথম যে উফশী ধান চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তা হলো = ইরি-8 (আট)।
  • বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল = চা।
  • কোনটি ম্যানগ্রোভ বন = সুন্দরবন।
  • কোন জ্বালানি পোড়ালে প্রধানত সালফার ডাইঅক্সাইড গ্যাস বাতাসে আসে = ডিজেল।
  • ফল পাকানোর জন্য দায়ী = ইথিলিন।
  • উদ্ভিদের মূখ্য পুষ্টি উপাদান কয়টি = 9 টি।
  • রূপালী ও ডেলফোজ কি = উন্নত জাতের তুলা।
  • কৃষির রবি মৌসুম কোনটি = কার্তিক – ফাল্গুন।
  • বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত = সাভারে।
  • বাংলাদেশে প্রথম কত সালে গ্যাস উত্তোলন করা হয় = 1957 সালে।
  • কচু শাকে বেশী থাকে = লৌহ।
  • বায়োগ্যাস তৈরির পর যে অবশিষ্টাংশ থাকে তা = সার হিসেবে ব্যবহার করা হয়।
  • বায়োটেকনোলজির মাধ্যমে কোন হরমোন তৈরি হয় = গ্রোথ হরমন।
  • বিষাক্ত নিকোটিন থাকে = তামাকে।
  • ওজন স্তর সবচেয়ে বেশি ক্ষতি করে = ক্লোরিন।
  • ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় = রিকেটস।
  • ওজন স্তরের ফাটল ধরার জন্য মূখ্য দায়ী গ্যাস = ক্লোরোফ্লোরো কার্বন।
  • অ্যানথ্রাক্স রোগের টিকা আবিস্কার করেন = লুই পাস্তুর।
  • কোনটি থেকে CFC নির্গত হয় না = কাগজের মিল।
  • নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার কোনটি = সরিষার খৈল।
  • যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ থাকে তখন হয় = সূর্যগ্রহন।
  • আলোর গতিতে চললে পৃথিবী থেকে চাঁদে পৌছাতে কত সময় লাগে = 1.5 সেকেন্ড প্রায়।
  • এশিয়ার দক্ষিণভাগ দিয়ে গিয়েছে = কর্কটক্রান্তি রেখা।
  • কোন শিলার মধ্যে ভাঁজ (Fold) ভালো দেখায় = পাললিক শিলা।
  • প্রবল জোযারের কারন, এ সময় = সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে।
  • Longest day = 21 জুন।
  • সূর্যের কয়টি গ্রহ = 8 টি।
  • কোথায় দিনরাত্রী সমান = নিরক্ষরেখায়।
  • গভীরতম মহাসাগর = প্রশান্ত মহাসাগর।
  • পৃথিবীর আয়তনের তুলনায় সূর্যের আয়তন মোটামুটি কতগূন বড় = 13 লক্ষ গূন।
  • তারা’দের জীবন প্রবাহের তৃতীয় অবস্থা কোনটি = হোয়াইট ডোয়ার্ফ।
  • হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা যায় = 1986 সালে।
  • সৌর জগতের সবচেয়ে বড় গ্রহ = বৃহস্পতি।
  • “কসমিক ইয়ার” বলতে কি বুঝায় = ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল।
  • নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা = যুক্তরাষ্ট্র।
  • কোন নভোচারী সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন = ইউরি গ্যাগারিন।
  • পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি = মঙ্গল।
  • কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয় = বিষুব রেখা।
  • ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে = ছায়াবৃত্ত।
  • মহাকাশে প্রথম কোন প্রাণী ঘটিয়েছিল = কুকুর।
  • গ্যালিলিও কি = পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।
  • মহাশূন্যে প্রথম কোন দেশ কুকুর লাইকা পাঠিয়েছে = রাশিয়া।
  • মানুষ প্রথম কবে চন্দ্রে অবতরণ করেন = 1969, 21 জুলাই।
  • চাঁদের উপর সর্বপ্রথম পা রাখেন = নীল আর্মস্ট্রং।
  • সমুদ্র বায়ু কখন কখন প্রবল বেগে প্রভাহিত হয় = অপরাহ্নে।
  • সি.এফ.সি বায়ুমণ্ডলের কোন স্তর ক্ষতি করে = স্ট্রাটোস্ফেয়ার।
  • কোন বায়ুমণ্ডলীয় স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় = আয়নমন্ডল।

#বিজ্ঞান_বিষয়ক_400_টি_স্পেশাল_MCQ

#পর্ব_11_আজ_290_থেকে_320_পর্যন্ত

  • শিমগাছ মাটিতে কোন উপাদান বৃদ্ধি করে = নাইট্রোজেন।
  • বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না = লাল, নীল, সবুজ।
  • কোন বস্তুর ত্বরণ বলতে বুঝায় = সময়ের সাথে বেগ বৃদ্ধির হার।
  • পরম শূন্য তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন কত = শূন্য।
  • কার্পাস তুলা থেকে কোন তন্ত্রুটি পাওয়া যায় = অ্যাসবেসটস।
  • কোন পতঙ্গ তার নিজের ওজনের 50 গূন বেশি ওজন বহন করতে পারে = পিঁপড়া।
  • সোয়াইন ফ্লুর ভাইরাস চিকিৎসা শাস্ত্রে কি নামে পরিচিত = এইচ 1 এন 1
  • শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ = কম থাকে।
  • কোন দেশ পারমানবিক শক্তির অধিকারী নয় = জার্মানি।
  • শালগাছ বায়ুমণ্ডলে কি ত্যাগ করে = অক্সিজেন।
  • কোন প্রকারের মাটি চাষাবাদের জন্য সর্বাপেক্ষা উপকারী = দোঁআশ।
  • কোন গাছের পাতা থেকেই গাছ জন্মায় = পাথরকুঁচি
  • রূপান্তরিত কান্ড কোনটি = আলু।
  • “মাশরুম” এক ধরনের = ফাঙ্গাস।
  • গ্রীন হাউস গ্যাস নয় = নাইট্রোজেন।
  • কোন খনিজের অভাবে গলগন্ড রোগ হয় = আয়োডিন।
  • কোন প্রানীটি দাড়িয়ে ঘুমায় = ঘোড়া।
  • বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় কেন = বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে ।
  • ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কারন = শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়।
  • একটি লাল ফুলকে সবুজ আলোতে কেমন দেখাবে = কালো।
  • বস্তুর আপেক্ষিক ভর কে আবিষ্কার করেন = আর্কিমিডিস।
  • পানির জীব হলেও বাতাসে নিঃশ্বাস নেয় = শুশুক।
  • টেলিভিশন আবিষ্কার করেন = জন বেয়ার্ড।
  • কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে = পেশি কোষে।
  • কোষের মস্তিষ্ক বলা হয় = নিউক্লিয়াসকে।
  • ধানের বাদামী রোগ হয় = ছত্রাক দ্বারা।
  • কোন উদ্ভিদ দলের মূল, কান্ড, পাতা নেই কিন্তু ক্লোরোফিল আছে = শৈবাল।
  • ফার্ন উদ্ভিদের জন্য কোনটি প্রযোজ্য = মূল, কান্ড, পাতা বিভক্ত অপুস্পক উদ্ভিদ।
  • মাছ কোনটির সাহায্যে শ্বাসকার্য চালায় = ফুলকার সাহায্যে।
  • মানুষের দেহে কয় জোড়া ক্রোমোজম থাকে = 23 জোরা।

#বিজ্ঞান_বিষয়ক_400_টি_স্পেশাল_MCQ

#পর্ব_12_আজ_320_থেকে_350_পর্যন্ত

  • গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু = ফাইলেরিয়া ক্রিমি।
  • দেহের সবচেয়ে কঠিন অংশের নাম কি = এনামেল।
  • ভয় পেলে গায়ের লোম খাড়া হয়ে যায় কোন হরমোনের অভাবে = অ্যাডরেনালিন।
  • ফিতা কৃমি কোন ধরনের প্রানী = অন্তঃপরজীবী।
  • ইস্ট কি = একটি ছত্রাক।
  • মানব দেহের সর্ববৃহৎ অঙ্ক কি = ত্বক।
  • মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত = ব্যাক্টোরিয়ায়।
  • সাদা রক্ত বা বর্ণহীন বিশিষ্ট প্রানী = তেলাপোকা।
  • কোন খনিজ লবনের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে যায় = ফসফরাস।
  • যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমন করে তাদের বলে = ব্যাকটেরিওফাজ।
  • কোষের মস্তিষ্ক বলা হয় = নিউক্লিয়াসকে।
  • রক্তের লোহিত কনিকা তৈরি হয় = অস্থি।
  • গাড়ীর ব্যাটারিতে কোন এসিড ব্যবহার করা হয় = সালফিউরিক।
  • বরফ পানিতে বাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব = বেশী।
  • মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস = শ্বসন।
  • কোন ডালের সংগে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে = খেসারি।
  • কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি = রূপা।
  • জমির লবনাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি = পানির সেচ।
  • নবায়নযোগ্য জ্বালানি কোনটি = পরমাণু শক্তি।
  • প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় = বৃষ্টিপাত।
  • ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় = চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়।
  • সুনামির কারন হলো = সমুদ্রের তলদেশে ভূমিকম্প।
  • হাড় ও দাঁতকে মজুত করে = ক্যালসিয়াম ও ফসফরাস।
  • কোন খাদ্যে প্রোটিন বেশি = গরুর মাংস।
  • প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে = ইভোলিউশন।
  • অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো = গ্লাইকোজেন।
  • কোয়ান্টাম তত্ত্ব এর অপর নাম = ফোটন তত্ত্ব।
  • মাছ থেকে আমিষ আসে = 60%।
  • রেশম পোকা চাষের বৈজ্ঞানিক পদ্ধতি = সেরিকালচার।
  • কৃষি উদ্যান বিষয়ক বিদ্যাকে বলে = হার্টিকালচার Horticulture.

#বিজ্ঞান_বিষয়ক_400_টি_স্পেশাল_MCQ

#শেষ_পর্ব_আজ_350_থেকে_400_পর্যন্ত

  • “স্ট্রিট ভাইরাস” জীবাণু হলো = রেবিস রোগের।
  • মহাশূন্য থেকে আগত রশ্মিকে বলে = কসমিক রশ্মি।
  • গতিবিদ্যার জনক = গ্যালিলিও
  • নিউক্লীয় ফিশন বিভাজন হলো = বিয়োজন প্রক্রিয়া।
  • খর পানিতে উওম ফেনা দেয় = ডিটারজেন্ট।
  • দূরত্বের সবচেয়ে বড় একক = আলোকবর্ষ।
  • কোনটি রক্ত আমশয়ের জীবাণু = সিগেলা।
  • অ্যালুমেনিয়াম সালফেটকে চলিত বাংলায় বলে = ফিটকিরি।
  • লেড অ্যাসিটেড যে রোগের ওষুধ = চর্মরোগ।
  • পারমানবিক বোমার চাইতে শক্তিশালী হলো = হাইড্রোজেন বোমা।
  • একটি এটমে কণিকার সংখ্যা = 3 টি।
  • নিউটন আবিষ্কার করেন = চ্যাডউইক।
  • পরমাণুর নিউক্লিয়াসে থাকে = নিউট্রন ও প্রোটন।
  • যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন = গ্যালিলিও 1610
  • লোহার প্রধান আকরিক হলো = হেমাটাইট।
  • চোখের সাথে মিল আছে = ক্যামেরার।
  • দুধে থাকে = ল্যাকটিক এসিড।
  • টেস্টটিউব পদ্ধতির জনক = রবার্ট এডওয়ার্ডস।
  • জৈব রসায়নের জনক = ফ্রেডরিক উহলার।
  • “গো বসন্ত” রোগ যে ভাইরাসে আক্রান্ত হয় = ভ্যাক্সিনিয়া ভাইরাস।
  • 1 Faraday = 96500 Columb.
  • কৃত্রিম জিন আবিষ্কার করেন = হরগোবিন্দ খোরানা।
  • তামার সাথে কি মেশালে পিতল হয় = দস্তা।
  • কণা তত্ত্বের প্রবক্তা কে = আইজ্যাক নিউটন।
  • আলোর উৎপত্তির কারন = পরমাণুর ইলেকট্রন।
  • কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো = বালি।
  • “জলাতঙ্ক” এর ভাইরাস হলো = র‌্যাবিস ভাইরাস।
  • সিলিকন বিদ্যুৎ = অপরিবাহী।
  • এক আলোকবর্ষ = 9.461 × 10 কিমি।
  • বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু কত প্রকার = দুই প্রকার।
  • সবচেয়ে সক্রিয় অধাতু = ফ্লোরিন (F)
  • বায়ুর মাধ্যমে সংক্রামিত হয় = ইনফ্লুয়েঞ্জা।
  • অধাতুসমূহ প্রধানত বিদ্যুৎ ও তাপ = অপরিবাহী।
  • অবস্থান ও কাজের ভিত্তিতে কোষ কত প্রকার = দুই প্রকার।
  • সিমেন্ট তৈরির কাঁচামাল = জিপসাম।
  • ভাইরাসজনিত রোগ নয় = ডিপথেরিয়া।
  • সবুজ কাচ পাওয়া যায় = ক্রোমিয়াম থেকে।
  • বিদ্যুৎ বিলের হিসাব করা হয় = কিলোওয়াট ঘন্টা।
  • জটিল অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয় = দুটি উত্তল লেন্স।
  • পেটা লোহা হলো = নরম।
  • আমাদের দেশে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তাতে মিথেন থাকে = 95 – 99%
  • দুটি তড়িৎদ্বার বিশিষ্ট বায়ুশূন্য বাল্বকে বলে = ডায়োড।
  • স্টেপ আপ = নিম্নতর থেকে উচ্চতর।
  • আবহাওয়া সম্পকিত বিজ্ঞান = মেটিওরোলজি।
  • উষ্ণ ও শীতল স্রোতের মিলনে = কুয়াশা ও ঝড় হয়।

সমুদ্র স্রোতের অন্যতম কারন = বায়ু প্রবাহের প্রভাব।

  • বায়ু মন্ডলের স্তর কয়টি = 4টি।
  • গ্লোবাল ওয়ারর্মিং এর জন্য দায়ী = co2
  • নিচের কোনটি এসিড বৃষ্টির সাথে সংশ্লিষ্ট = H2So4.
  • প্রধান গ্রীন হাউস গ্যাস কোনটি = Co2
  • রসায়ন বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর
    জীব বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর
    ছোটদের কুইজ প্রশ্ন ও উত্তর
    পদার্থ বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর
    পদার্থ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২০
    বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর ২০২১
    পুষ্টি প্রশ্ন ও উত্তর
    শব্দ প্রশ্ন উত্তর

🌹🌹আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু পোস্ট শেয়ার করা আছে 🌹🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *