একনজরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
→জন্ম: ১৭ মার্চ ১৯২০ খ্রিষ্টাব্দে গোপালগঞ্জে জেলার বাইগার নদীর তীরে ( মধুমতির শাখা নদী) টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
→পিতা : শেখ লুৎফর রহমান।
→মাতা : সায়েরা খাতুন।
→৬ ভাই বোনের মধ্যে তিনি ছিলের তৃতীয়।
→ বঙ্গবন্ধু নানা শেখ আবদুল মজিদ তাঁর নাম রেখেছিলেন শেখ মুজিবুর রহমান।
→মৃত্যু : ১৫ আগস্ট ১৯৭৫ খ্রিষ্টাব্দ।
→ জাতীয় শিশু দিবস : ১৭ মার্চ, শিশু দিবস এর প্রস্তাবক ড.নীলিমা ইব্রহীম।
→ ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ ‘ ছাত্র সংগ্রাম পরিষদ’ এর সভাপতি তোফায়েল আহমেদ তাঁকে ‘বঙ্গবন্ধু ‘ উপাধিতে ভূষিত করেন। মুজিব শতবর্ষ ও বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ টি প্রশ্ন ও উত্তর
বঙ্গবন্ধু রচিত গ্রন্থ :
১. ‘অসমাপ্ত আত্মজীবনী’ : প্রথম প্রকাশ ২০১২ খ্রিষ্টাব্দ। এটি আত্মজীবনী মূলক গ্রন্থ।
১৯৬৭ সালের মাঝামাঝি কারাগারে রাজবন্দি থাকা কালে তিনি এটি লেখা শুরু করেন।
২. ‘কারাগারের রোজনামচা ‘ : প্রথম প্রকাশ মার্চ,২০১৭ খ্রিষ্টাব্দ। বইটির নাম করণ করেছেন শেখ রেহানা। বইটির ভূমিকা লেখেন মাননীয় প্রধানমন্ত্রী : শেখ হাসিনা।
৩. ‘ আমার দেখা নয়াচীন’ : স্মৃতিনির্ভর ভ্রমণ কাহিনি। ১৯৫৪ সালে কারাগারে রাজবন্দি থাকা কালে গ্রন্থটি বঙ্গবন্ধু রচনা করেন।
→ বঙ্গবন্ধু মোট ৪ হাজার ৬৮২ দিন কারাভোগ করেন। [ ১৯৩৮ সালে স্কুলের ছাত্রাবস্থায় ৭ দিন কারাভোগ করেন ] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সাধারণ জ্ঞান
→ বঙ্গবন্ধুর ডাক নাম : খোকা
→ মুজিব অর্থ – উওরদাতা।
→ ‘বিশ্ব শান্তি পরিষদ: ১০ অক্টোবর, ১৯৭২ সালে বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি ‘ পদক প্রদান করেন। বঙ্গবন্ধু ২৩ মে, ১৯৭৩ সালে এ পদক গ্রহণ করেন।
বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ:
১. বঙ্গবন্ধু কোন জেলায় জন্মগ্রহণ করেন?
– গোপালগঞ্জ
২. বঙ্গবন্ধুর গ্রাম কোন নদীর তীরে অবস্থিত?
– বাইগার
৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?
– ১৭ মার্চ, ১৯২০
৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের সাথে সম্পর্কযুক্ত?
– জাতীয় শিশু দিবস
৫. জাতীয় শিশু দিবস কবে পালিত হয়?
– ১৭ মার্চ
৬. ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচিত গ্রন্থ?
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৭. ‘অসমাপ্ত আত্মজীবনী’ কত সালে প্রকাশিত হয়?
– জুন, ২০১২
৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ‘অসমাপ্ত আত্মজীবনী’ লেখা শুরু করেন?
– ১৯৬৭ সালের মাঝামাঝি
৯. বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ কত সাল পর্যন্ত?
– ১৯৫৫ সাল
১০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখিত ‘অসমাপ্ত আত্মজীবনী ‘ গ্রন্থের ভূমিকা কে লিখেছেন?
– শেখ হাসিনা
১১. বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অনুবাদ করেন?
– ফকরুল আলম।
১২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত ‘বায়ান্নর দিনগুলো’ – তে কারাগারের অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন?
– মহিউদ্দিন আহমদ
১৩. ‘কারাগারের রোজনামচা ‘ গ্রন্থটির রচয়িতা কে?
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৪. ‘কারাগারের রোজনামচা’ রচনাটির নামকরণ করেন কে?
– শেখ রেহানা
১৫. বঙ্গবন্ধু ‘কারাগারের রোজনামচা ‘ গ্রন্থে কোন সময়ের স্মৃতি লিপিবন্ধ করেছেন?
– ১৯৬৬ – ১৯৬৮
১৬. মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ ‘আমার কিছু কথা’ এর লেখক কে?
– শেখ মুজিবুর রহমান
১৭. ‘বায়ান্নর দিনগুলো’ কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
– অসমাপ্ত আত্মজীবনী
১৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
– ১০ জানুয়ারি
১৯. বঙ্গবন্ধু নারায়ণগঞ্জ জাহাজঘাট থেকে ফরিদপুর জেলে পৌঁছাতে কত ঘন্টা লেগেছে?
– ২৭
২০. ভাষা অন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কারাগের বন্দি ছিলেন?
– ফরিদপুর
২১. ‘এভাবেমৃত্যু বরণ করে কী লাভ হবে? বায়ান্নর দিনগুলো’ রচনায় উক্তিটি কার?
– ডেপুটি জেলারের
২২. ‘অসমাপ্ত আত্মজীবনী ‘ একটি?
– আত্মজীবনীমূলক গ্রন্থ
২৩. কারাগারের রোজনামচা?
– দিনলিপি
২৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী?
– অসমাপ্ত আত্মজীবনী
২৫. বঙ্গবন্ধু কত তারিখে মৃত্যুবরণ করেন?
– ১৫ আগস্ট
২৬. ‘বায়ান্নর দিনগুলো অনুসারে জেলখানায় অনশনকারীর সংখ্যা কতজন?
– ২ জন।
🔴🔴হয়তো কিছু কিছু জায়গায় ভুল থাকতে পারে, যদি ভুল আছে বলে মনে হয় প্লিজ কমেন্ট করবেন, আমি মডিফাই করে দেবো…
©circularnews24.com
__ধন্যবাদ __