সচরাচর জিজ্ঞাসা
আমি কি সাধারন আনসারে চাকুরি করতে পারবো?
হ্যাঁ অবশ্যই নির্দিষ্ট যোগ্যতা থাকা সাপেক্ষে আনসারে চাকুরি করতে পারবেন ।
সাধারন আনসারে চাকুরি করতে কি কি যোগ্যতা লাগে ?
সাধারন আনসারে চাকুরি করতে নিন্মরূপ যোগ্যতা সম্পন্ন হতে হয়ঃ
ক)বয়সঃ ১৮ হতে ৩০ বছর। মুক্তিযুদ্ধের সেক্টর মনে রাখার কৌশল
খ) শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ। তবে এসএসসি বা তদূর্ধ ডিগ্রীধারীগণকে প্রশিক্ষণ গ্রহণে অগ্রাধিকার দেয়া হয়।
গ) উচ্চতাঃ সর্বনিম্ন ১৬০ সেন্টিমিটার অর্থাৎ ৫- ৪’’ (পুরুষের ক্ষেত্রে) এবং সর্বনিম্ন ১৫০ সেন্টিমিটার অর্থাৎ ৫-০’’ (মহিলার ক্ষেত্রে)।
ঘ) প্রশিক্ষণঃ অবশ্যই ৭২ দিনের মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহন করতে উর্ত্তীন হতে হবে।
(ই) বুকের মাপঃ ৭৫ সেন্টিমিটার হইতে ৮০ সেন্টিমিটার অর্থাৎ ৩০”- ৩২”।
(ঈ) দৃষ্টি শক্তিঃ ৬/৬ ।
প্রশিক্ষনে অংশগ্রহন করতে সাথে কি কি আনতে হবে?
সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার সনদ এবং চারিত্রিক ও নাগরিকত্ব সার্টিফিকেট দাখিল করতে হয়। · প্রশিক্ষণকালীন প্রশিক্ষণার্থীদের বিনামূল্যে থাকা, খাওয়া, পোষাক-পরিচ্ছদ প্রদান করা হয়।
এই প্রশিক্ষণের কোন ফি আছে?
এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোন সদস্যের নিকট হতে কোন অর্থ গ্রহণ করা হয় না।
প্রশিক্ষন শেষ করে আমি কোথায় কাজ করবো ?
এ প্রশিক্ষণ সাফল্যজনকভাবে সমাপ্তির পর দেশের বিভিন্ন সরকারী-বেসরকারী কেপিআই/গুরুত্বপূর্ণ সংস্থায় অংগীভূত হয়ে নিরাপত্তা বিধানের দায়িত্বপালন করে থাকে। · প্রশিক্ষণ গ্রহণকারী সদস্য/সদস্যাগণ দূর্গাপূজা, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালনের জন্য স্বল্পকালীন সময়ের জন্য অংগীভূত হয়ে থাকেন।
আমি কতদিন সাধারন আনসারে চাকুরি করতে পারবো ?
চাকুরি হওয়ার পর ৩ বৎসর
র্স্মাট র্কাড কি ?
র্স্মাট র্কাড হচ্ছে একধরনের প্রযুক্তিগুন সম্পন্ন র্কাড, এতে একজন আনসারের সকল চাকুরিগত তথ্য জমা থাকে।
আনসার ভিডিপি প্রশ্ন
আনসার ভিডিপি প্রশ্ন ও উত্তর
আনসার ভিডিপি সদর দপ্তর কোথায়
আনসার ভিডিপি নতুন মহাপরিচালক
আনসার ভিডিপি সম্পর্কে ৫টি বাক্য
আনসার ভিডিপি ট্রেনিং ২০২২
আনসার ভিডিপি কত সালে প্রতিষ্ঠিত হয়
আনসার ভিডিপি বেতন