৪৩ তম বিসিএস MCQ নির্ভূল সমাধান দেখুন

৪৩ তম বিসিএস MCQ নির্ভূল সমাধান দেখুন

১.কেম্বনের কোন দুটি শাখা এরিয়ার অন্তগত?
উত্তর: হিত্তিক ও তুখারিক।
২.রুখের তেস্তুলি কুমারী খাই এই কথার অর্থ কি?
উত্তর:গাছের তেতুল কুমিরে খায়।
৩.মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি ?
উত্তর: পদ্মপুরাণ।
৪.দৌলত উজির বাহরাম খান সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন ?
উত্তর: কোরেশী মাগন ঠাকুর।
৫.চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?
উত্তর: নেপাল।

ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর

৬.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন ?
উত্তর: বীরসিংহ গ্রাম ,মোহিনীপুর।
৭.তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বাড়ে /জনমে জনমে যুগে যুগে অনিবার -রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার লাইন ?
উত্তর: অনন্ত প্রেম।
৮.হরপ্রসাদ শাস্রীর উপাধি কি ?
উত্তর: মহা মহোপাধ্যায়।
৯.ওই খেপেছে পাগলী মায়ের দামাল ছেলে কে এই দামাল ছেলে ?
উত্তর: কামাল পাশা।
১০.সজনীকান্ত দাশ সম্পাদিত পত্রিকার নাম কি ?
উত্তর: শনিবারের চিঠি।
১১.মানুষের মৃত্যু হলেও তবুও মানব থেকে যায় -কে রচনা করে এই কাব্যাংশ ?
উত্তর: জীবনানন্দ দাশ।
১২.কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
উত্তর: নেকড়ে অরণ্য।

৪৩তম বিসিএস প্রিলির ফল
৪৩তম বিসিএস প্রিলির ফল

১৩.মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি কে ?
উত্তর: শনিবারের চিঠি।
১৪.ক্ষুদ্র জনগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি ?
উত্তর: কর্ণফুলী।
১৫.নীল লোহিত কোন লেখকের ছদ্দনাম?
উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়।
১৬.মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা হয়?
উত্তর: ১৯ জানুয়ারি ১৯২৬।
১৭.কত সালে দুর্গেশনন্দিনী উপন্যাস প্রথমে প্রকাশিত হয়?
উত্তর: ১৮৬৫ সাল।
১৮.বাংলা সাহিত্য প্রথম মহিলা ঔপন্যাসিক নাম কি?
উত্তর: স্বর্ণকুমারী দেবী।
১৯.আমার দেখা নয়াচীন কে লিখেছেন?
উত্তর: শেখ মুজিবর রহমান।
২০.আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর কার লেখা?
উত্তর: আবুল মুনসুর আহমেদ।
২১.নিম্নবর্ধিত স্বরোধনি কোনটি?
উত্তর: আ
২২.আসমান কোন ভাষা থেকে আগত?
উত্তর: ফার্সি
২৩.জিজিবিঘা শব্দের অর্থ কি?
উত্তর: বেঁচে থাকার ইচ্ছা।
২৪.বড়>বড্ড এগুলো কোন ধরণের পরিবর্তন?
উত্তর: ব্যঞ্জনদ্বিত্ব।
২৫.সপ্তকান্ড রামায়ণ শব্দের অর্থ কি?
উত্তর: বৃহৎ বিষয়।
২৬.এটাস্টেড শব্দের বাংলা পরিভাষা কি?
উত্তর: সত্যায়িত।
২৭.ডেকে ডেকে হয়রান হচ্ছি এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করছে?
উত্তর: পৌনঃপুনিকতা।
২৮.ভুল বানান কোনটি?
উত্তর: ভুবন।
২৯.যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয় -এ কোন ধরণের বাক্য?
উত্তর: জটিল বাক্য।
৩০.চিকিৎশাস্ত্র কোন সমাস?
উত্তর: কর্মধারয়।

Google News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *