স্টিকার ইমোজি ব্যবহারে সতর্ক হোন

ফেসবুক মেসেন্জার সহ সকল নেট দুনিয়ায় রয়েছে নানা রকম স্টিকার, এসব স্টিকারের অর্থ না বুঝেই আমরা ব্যবহার করছি ইচ্ছেমত..!!
অথচ কিছু স্টিকার -ইমোজি মুসলমান হিসেবে ব্যবহার করা মোটেও বৈধ নয়..!!
যারা আগে থেকেই স্টিকারই ব্যবহার করেন না বা করতে পছন্দ করেন না, তাদেরকে শুকরিয়া জানাই..!!
(একটা কথা বলে রাখা ভালো- আমি নিজেও না জেনে মাঝে মধ্যে স্টিকার -ইমোজি ব্যবহার করতাম কিন্তুু এই বিষয় গুলো জানার পর‌ কোথাও স্টিকার -ইমোজি ব্যবহার করছিনা- এটা ছিল আমার জন্য পরিক্ষা..আসলে নিজ থেকে কেউ কোনো পাপ বা মন্ধকাজ থেকে বিরত থাকতে চাইলে আল্লাহই তার সহায়ক হন..!!
কয়েকটি স্টিকার ও ইমোজি-মেয়েদের জন্য বিবেকজাগানিকিছু কথা
★ 🤘🤙👌👁 💦🤟♋⚜️☣️☯️👁️‍🗨️✡️🔯
এগুলো দাজ্জালের দোসর ইলুমিনাতি সিম্বল.. এ থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে..নয়তো আপনি না জেনেই দাজ্জালের পক্ষে কাজ করবেন..!!
★ 😈👿👹👺
ইলুমিনাতির পূজনীয় শয়তান “লুসিফার” এর সিম্বল.. Lol শব্দটিও ব্যবহার করবেন না, কেননা এর পূর্ণরূপ “Lucifer is our lord” বা “শয়তান লুসিফার আমাদের প্রভু” এমনটি মনে করেন বিশেষজ্ঞগণ..!!
★ 🧖‍♀️🧖‍
কাফের-মুশরিকদের দেবতা সিম্বল..!!
★ 👩‍👩‍👦👩‍👩‍👧👩‍👩‍👧‍👦👩‍👩‍👦‍👦👩‍👩‍👧‍👧
নারী সমকামিতা সিম্বল..!!
★ 👨‍👨‍👦👨‍👨‍👧👨‍👨‍👧‍👦👨‍👨‍👦‍👦👨‍👨‍👧‍👧
পুরুষ সমকামিতা সিম্বল..!!
★ 👩‍❤️‍💋‍👩👨‍❤️‍💋‍👨
নারী-নারী ও পুরুষ-পুরুষ সমকামীতার অধর চুম্মন সিম্বল..!! (নাঊযুবিল্লাহ)
কেননা এই স্টিকার বা ইমোজিগুলো ভাঙলে
👩❤️‍💋‍👩‍ এই স্টিকারগুলো দেখতে পাবেন..!!
★ 💏
এই ইমোজিটি অনেককেই ব্যবহার করতে দেখা যায় এটি হল একটি পুরুষ একটি নারীকে ঠোঁট উঁচু করে চুমু দেবার সিম্বল.. অথচ এই অশালীন ইমোজি বা স্টিকারগুলো ইচ্ছেমত ব্যবহার করতে দেখা যায়, যা অতি দুঃখজনক ও অশ্লীলতার প্রসারে সহযোগীতার নামান্তর..!!
★ ❄️☃️⛄🌨️🎄🕎
খ্রিস্টানদের বড়দিন উৎসব সিম্বল..!!
★ 🙌👐🙏
অমুসলিমদের প্রার্থনা সিম্বল..!!
★ 🕉️☸️✡️🔯✝️☮️☦️
কুফুরী শিরকী ধর্মসমূহের সিম্বল..!!
★ 🦊🐻🐷🐮🐨🐼🐰🐱🐶🐸🐺🐗🐵
কাজের ক্ষেত্রেও এসব সিম্বল ব্যবহার বৈধ নয়..!! কেননা এগুলোও স্পষ্ট প্রাণীর ছবি, এর প্রচার প্রসার বৈধ নয়..!!
আমরা অনেকসময় একজন মানুষ হয়ে নিজেকে কুকুর বানর শুকর ইত্যাদির মত পশু হিসেবে নিজেকে প্রকাশ করছি..
যেমনঃ 🙉🙈🙊😺😸🙀😿😾😽😼😻😹👀 🐸
নিজের মূল্য বুঝুন, মাথা এভাবেই হরণ করা হচ্ছে আমাদের.. আফসোস..!!
★ অনেক সময় কুকুর কুকুরকে ভালোবাসা দেখাচ্ছে,চুমু দিচ্ছে, লেহন করছে, একটি অপরটির শরীরের উপর রয়েছে ইত্যাদি ভঙ্গীর বিভিন্ন রকমের স্টিকার দেয়া হয়.. অথচ এটি কি আপনার মাথায় ধরে না যে এর মাধ্যমে নিজেকে কুকুর হিসেবে প্রকাশ করছেন, অপরকে কুকুর হিসেবে প্রকাশ করছেন, এমনকি কুকুরের মাঝের নিকৃষ্ট ভালোবাসাটাও সঙ্গীর জন্য দেখাচ্ছেন.. মাথা কি এতোটাই গেছে যে ভালো মন্দ যাচাইয়ের যোগ্যতাটুকুও হারিয়ে ফেললেন..?? দেখতেও তো কেমন অরুচিকর..!!
আমি জানিনা এই বিষয়টাকে আমি কতটুকু বোঝাতে সক্ষম হয়েছি.. আসলে একটা কাজ দৃষ্টিকটু বা মন্দ মনে হলে তা কি পরিমান মন্ধ তা যাঁচাই করার চেয়ে বিরত থাকাই শ্রেয় যদি সেটা আল্লাহর জন্য হয়..!!
ইনশাআল্লাহ.. আমি আমার হায়াত পর্যন্ত আর কোনোদিন আপত্তিকর, দৃষ্টিকটু বা গুনাহের কাজ হয় এমন কোনো স্টিকার -ইমোজি ব্যবহার করবো না..
ফেসবুকে আমার কোনো দ্বীনি ভাই-বোন যদি নিজের প্রতি দায়বদ্ধ থেকে কমেন্টে এসে ইনশাআল্লাহ বলেন তাহলে হয়তো নিজেও গুনাহের কাজ থেকে বাঁচতে পরবেন আর আমার মনোবলটাও আরেকটু মজবুত হবে..!!
আল্লাহপাক আমাদের সঠিক বুঝ দান করুন ~আ-মীন..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *