দশম শ্রেণির যোগ্যতায় বিএসএফ নিয়োগ 2022

বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এ চাকরি করতে ইচ্ছুক? তাহলে আপনার জন্য সুসংবাদ। কনস্টেবল (ট্রেডসম্যান) (পুরুষ ও মহিলা) পদে নিয়োগের জন্য আবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে বিএসএফ (BSF Constable Recruitment 2022)। আগ্রহী এবং যোগ্য প্রার্থী যারা এই পদগুলির জন্য আবেদন করতে চান (BSF Constable Recruitment 2022) তারা BSF এর অফিশিয়াল ওয়েবসাইট bsf.gov.in-এ গিয়ে আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ১ মার্চ।

আরও পড়ুন- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2022 – BRDB Job Circular 2022

এছাড়াও, প্রার্থীরা https://rectt.bsf.gov.in/ এই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পদের জন্য আবেদন করতে পারেন।

https://rectt.bsf.gov.in/static/bsf/pdf/Constable%20(Tradesman)%20BSF- এই লিঙ্কের মাধ্যমে অফিশিয়াল বিজ্ঞপ্তিটিও দেখতে পারেন। এই নিয়োগ (BSF Constable Recruitment 2022) প্রক্রিয়ার অধীনে মোট ২৭৮৮ টি শূন্যপদ পূরণ হবে।

বিএসএফ কনস্টেবল নিয়োগ ২০২২- এর কিছু গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনে আবেদন শুরুর তারিখ – ১৫ জানুয়ারি ২০২২

অনলাইনে আবেদন জমার শেষ তারিখ – ১ মার্চ ১০২২

BSF কনস্টেবল নিয়োগ ২০২২-এর শূন্যপদের বিবরণ

মোট পদ সংখ্যা- ২৭৮৮

আরও পড়ুন- কর্মসংস্থান ব্যাংক লোন পদ্ধতি 2022 – কর্মসংস্থান ব্যাংক লোন পদ্ধতি।

বিএসএফ কনস্টেবল নিয়োগ ২০২২-এর যোগ্যতা

প্রার্থীকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ২ বছরের অভিজ্ঞতা সহ ভোকেশনাল ইনস্টিটিউট থেকে আইটিআইতে ১ বছরের ডিপ্লোমা থাকতে হবে।

BSF কনস্টেবল নিয়োগ ২০২২-এর বয়সসীমা

প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।

বিএসএফ কনস্টেবল নিয়োগ ২০২২-এর বেতন

প্রার্থীদের বেতন ২১,৭০০-৬৯,১০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *