বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড আওতাধীন সকল সরকারি পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ -২০২২ । পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ কারিগরী বোর্ডর ভর্তি বিষয়ক ওয়েবসাইট btebadmission.gov.bd -এ প্রকাশিত হয়েছে । পলিটেকনিক ডিপ্লোমা ভর্তির নোটিশ, আবেদনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হল । কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ ভর্তির তারিখ ২০২২
সরকারি পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
২০২১-২০২২ শিক্ষাবর্ষে ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-ফরেষ্ট্রি, ডিপ্লোমা-ইন- এগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফিসারিজ, ডিপ্লোমা-ইন-লাইভস্টক এবং ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা সাপেক্ষে অন-লাইনে আবেদন করতে পারবেন । ভর্তির বিস্তারিত তথ্যসমূহ আলোচনা করা পূর্বে গুরুত্বপূর্ণ তারিখগুলো নিচে দেওয়া হল ।
আবেদনের নূন্যতম যোগ্যতাএকাদশ শ্রেণিতে ভর্তি যোগ্যতা 2022 – HSC Admission 2022 (XI Class)
যে কোন সালে এসএসসি ও সমমানের উত্তীর্ণরা অনলাইনে আবেদন করতে পারবেন। ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে পলিটেকনিক ভর্তি বা ভর্তি আবেদনের ক্ষেত্রে কোন বয়সসীমা নেই। তবে সকল প্রোগ্রামে আবেদনের জন্য আলাদা আলাদা যোগ্যতার প্রয়োজন হবে । আপনি যদি প্রতিটি কোর্সের ন্যূনতম আবেদন যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে চান তবে স্ক্রল করে লেখাটির নিচের অংশে গিয়ে বিজ্ঞপ্তিটি ভালভাবে পড়ুন
আবেদনের প্রক্রিয়া
অন-লাইনে আবেদনের পূর্বে শিক্ষার্থী কে ডাচবাংলা মোবাইল ব্যাংকিং (রকেট), শিওরক্যাশ ও বিকাশ এর মাধ্যমে আবেদন ফি ১৫০/- (একশত পঞ্চাশ টাকা মাত্র) প্রদান করতে হবে। অন-লাইনে সর্বোচ্চ ১৫টি প্রতিষ্ঠান/টেকনোলজি-তে আবেদন করা যাবে
►ধাপ-১ :রকেট এর মেনু পেতে *৩২২# ডায়াল করে Bill Pay নির্বাচন করুন ।
ধাপ-২ :নিজ রকেট একাউন্ট হলে Self অন্যের রকেট একাউন্ট হলে Others নির্বাচন করে মোবাইল নম্বর দিন।
ধাপ-৩ :Biller ID এর জন্য Others নির্বাচন করুন।
ধাপ-৪: Biller ID – 220 ইনপুট দিন।
ধাপ-৫: Bill No এ <প্রোগ্রাম কোড><পাসের সন><বোর্ড কোড> এন্ট্রি দিন (স্পেস দেওয়ার প্রয়োজন নেই)।
ধাপ-৬ :এসএসসি Roll Number দিন।
ধাপ-৭ :Amount এ 150 টাকা এন্ট্রি দিন।
ধাপ-৮ :রকেট একাউন্টের Pin Number প্রদান করুন।
ধাপ-৯ :Payment সম্পন্ন হলে Successful SMS প্রদর্শিত হবে। SMS এ প্রদর্শিত Transaction ID
সংরক্ষণ করুন।
রকেট ছাড়াও আপনি বিকাশ ও শিউর ক্যাশে টাকা প্রদান করতে পারবেন ।
(বিশেষ দ্রষ্টব্য : আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই আবেদন নির্দেশিকাটি ভালভাবে পড়ে নিন । আপনার কোন প্রকার ভুলের জন্য Admissionwar কতৃপক্ষ দায়ী নয় ।)
প্রার্থী নির্বাচন পদ্ধতি
প্রার্থী নির্বাচনে কোন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। কেবলমাত্র এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের
ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।
যেকোন সালে এসএসসি পাসকৃত ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে জিপিএ ৫,০০ প্রাপ্ত সকল বিষয়ের ওপর সর্বোচ্চ ৬৮ গ্রেড পয়েন্ট ধরে প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করতে হবে (১৪ বিষয়ের প্রতি বিষয়ে গ্রেড পয়েন্ট ৫ হিসেবে ১৪x৫=৭০ হওয়ার কথা। কিন্তু চতুর্থ বিষয়ে ২ পয়েন্ট বাদ দেয়ার কারণে সর্বোচ্চ পয়েন্ট ৬৮ উল্লেখ করা হয়েছে)। ২০১৭ সালে এসএসসি পাসকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ-৫ প্রাপ্ত সকল বিষয়ের ওপর সর্বোচ্চ ৫৩ গ্রেড পয়েন্ট ধরে প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে মেধাক্রম। নির্ধারণ করতে হবে (১১ বিষয়ের প্রতি বিষয়ে গ্রেড পয়েন্ট ৫ হিসেবে ১১x৫=৫৫ হওয়ার কথা। কিন্তু চতুর্থ বিষয়ে ২ পয়েন্ট বাদ দেয়ার কারণে সর্বোচ্চ পয়েন্ট ৫৩ উল্লেখ করা হয়েছে)। ২০১৬ সালে এসএসসি পাসকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ-৫ প্রাপ্ত সকল বিষয়ের ওপর সর্বোচ্চ ৪৮ গ্রেড পয়েন্ট ধরে প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করতে হবে (১০ বিষয়ের প্রতি বিষয়ে গ্রেড পয়েন্ট ৫ হিসেবে ১০x৫=৫০ হওয়ার কথা। কিন্তু চতুর্থ বিষয়ে ২ পয়েন্ট বাদ দেয়ার কারণে সর্বোচ্চ পয়েন্ট ৪৮ উল্লেখ করা হয়েছে)। এক্ষেত্রে ৬৮ পয়েন্ট ও ৫৩ পয়েন্ট কে ৪৮ পয়েন্টর সাথে সমতুল্য করে হিসাব করা হবে। সাধারন শিক্ষা বাের্ডের পয়েন্ট ,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসির পয়েন্ট , মাদ্রাসা শিক্ষা বাের্ডের পয়েন্ট ও কারিগরি শিক্ষা বাের্ডের পয়েন্ট এবং ‘ও’ লেভেলের পয়েন্ট সমতুল্য করে মেধাক্রম নির্ধারণ করা হবে।
পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
২০২১-২০২২ সালের ভোকেশনাল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । আপনার প্রয়োজনীয় তথ্যগুলো নোটিশ থেকে দেখতে পারেন।