কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চাকরির বিজ্ঞপ্তি 2022 – Coxda Job Circular 2022
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চাকরির বিজ্ঞপ্তি 2022 – Coxda Job Circular 2022 কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ৩৫ টি পদে মোট ৬৮ জনকে নিয়োগ দেবে। এই চাকরিতে সকল জেলার নারী-পুরুষরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – DGFP Job Circular 2022
Coxsbazar Development Authority Job Circular
পদসমূহের নাম ও সংখ্যা:
- উপপরিচালক (এস্টেট ও ভূমি) – ০১টি।
- উপপরিচালক (প্রশাসন) – ০১টি।
- উপপরিচালক (অর্থ ও হিসাব) – ০১টি।
- নির্বাহী প্রকৌশলী – ০২টি।
- অথরাইজড অফিসার – ০১টি।
- উপ নগর পরিকল্পনাবিদ – ০১টি।
- উপ নগর স্থপতি – ০১টি।
- সহকারী পরিচালক (ভূমি) – ০১টি।
- সহকারী অথরাইজড অফিসার – ০১টি।
- সহকারী প্রোগ্রামার – ০১টি।
- সহকারী নগর পরিকল্পনাবিদ – ০৩টি।
- সহকারী নগর স্থপতি – ০১টি।
- প্রশাসনিক কর্মকর্তা – ০১টি।
- উপসহকারী প্রকৌশলী – ০৬টি।
- সহকারী গবেষণাবিদ – ০১টি।
- প্রাক্কলিক – ০২টি।
- ইমারত পরিদর্শক – ০৩টি।
- উপসহকারী স্থপতি – ০১টি।
- জিআইএস অপারেটর – ০২টি।
- হিসাবরক্ষক – ০১টি।
- ক্রয় অফিসার – ০১টি।
- মার্কেট সুপার – ০১টি।
- নকশাকার – ০৪টি।
- সুপারভাইজার – ০১টি।
- সার্ভেয়ার – ০৪টি।
- হিসাব সহকারী – ০১টি।
- সহকারী সুপারভাইজার – ০১টি।
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১৫টি।
- বেঞ্চ সহকারী – ০১টি।
- মেকানিক – ০১টি।
- স্পিড বোট ড্রাইভার – ০১টি।
- সেনেটারি মিস্ত্রি – ০১টি।
- কাঠ মিস্ত্রি – ০১টি।
- ইলেকট্রিক মিস্ত্রি – ০১টি।
- ড্রাইভার (ভারী) – ০২টি।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২
ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২ সার্কুলার – ৫৫০ ফায়ারম্যান সহ ৭১১টি পদ
আবেদন শুরুর সময় : ৩০ আগষ্ট ২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে শুরু হবে।
আবেদনের শেষ সময় : ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকাল ০৫:০০ টায় শেষ হবে।
আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইনে http://coxda.teletalk.com.bd ওয়েবসাইটের মাধমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে মোবাইলে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
Apply
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন:…………