ফেসবুক পেজ লাইক বাটন থাকবে না – ফেসবুক পেজ।

ফেসবুক পেজ

ফেসবুক কর্তৃপক্ষ সাইটটি ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ফেসবুক পেজের ডিজাইনে আসছে বড় পরিবর্তন। ফেসবুক পেজ থাকবে না ‘লাইক’ বাটন। এর পরিবর্তে ‘ফলোয়ারস’ ফিচারটির উপর ভিত্তি করে একটি পেজের ফ্যান সংখ্যা যাচাই করা হবে।

কিভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করুন দেখুন এখানে।

এরই মধ্যে অনেক ফেসবুক পেজে এই পরিবর্তন চলে এসেছে। বিশেষ করে অভিনেতা, লেখক ও ক্রিয়েটরগণ সবার আগে এই ফেসবুক পেজ ডিজাইন আপডেট পাবেন। ইংরেজী ভাষার ব্যবসায়িক পেজগুলোও এক্ষেত্রে বিশেষ প্রাধান্য পাবে।

এনআরবিসি ব্যাংকিং শেখার সুযোগ, এবং চাকরির সযোগ | Ngo Job Circular

ফেসবুক পেজে আসছে আরেকটি অসাধারণ ফিচার। যার মাধ্যমে পেজের আলাদা নিউজ ফিড থাকবে। অর্থাৎ ফেসবুক প্রোফাইল ব্যবহারে যেভাবে পেজকে ফলো করা বা ফলো করা পেজ বা গ্রুপে কমেন্ট করা যায়, ঠিক তেমনি পেজ থেকেও এসব করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *