বিশ্বের বিভিন্ন স্থানের ভৌগোলিক উপনাম

⬇️ভৌগোলিক উপনাম⬇️

  1. ভূমিকম্পের দেশ- জাপান
  2. ভূমিকম্পের শহর- ফিলাডেলফিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র)
  3. নিষিদ্ধ শহর — লাসা
  4. নিষিদ্ধ দেশ– তিব্বত
  5. মুক্তার দ্বীপ – বাহরাইন।
  6. মুক্তার দেশ – কিউবা।
  7. পান্নার দ্বীপ- আয়ারল্যান্ড।
  8. পবিত্র পাহাড়- হেরা পর্বত, মক্ষা, সৌদিআরব এবং ফুজিয়ামা, জাপান।
  9. পবিত্র ভূমি- জেরুজালেম।
  10. পবিত্র দেশ- ফিলিস্তিন।
  11. সূর্যোদয়ের দেশ -জাপান।
  12. নিশীথ সূর্যের দেশ- নরওয়ে।
  13. হাজার দ্বীপের দেশ-আইসল্যান্ড
  14. হাজার হ্রদের দেশ- ফিনল্যান্ড।
  15. দ্বীপের মহাদেশ- ওশেনিয়া।
  16. দ্বীপের নগরী- ভেনিস।
  17. সোনালী তোরণের দেশ- সানফ্রান্সিসকো।
  18. সোনালী প্যাগোডার দেশ- মায়ানমার।
  19. দক্ষিণের গ্রেট ব্রিটেন- নিউজিল্যান্ড।
  20. প্রাচ্যের গ্রেট ব্রিটেন – জাপান।
  21. প্রাচ্যেও ম্যানচেস্টার- ওসাকা, জাপান।
  22. ধীবরের দেশ- নরওয়ে।
  23. আগুনের দ্বীপ- আইসল্যান্ড।
  24. ইউরোপের প্রবেশদ্বার — ভিয়েনা
  25. ইউরোপের রুগ্ন মানুষ- তুরস্ক।
  26. ইউরোপের ক্রীড়াঙ্গন- সুইজারল্যান্ড।
  27. ইউরোপের রণক্ষেত্র- বেলজিয়াম।
  28. ইউরোপের ককপিট- বেলজিয়াম।
  29. ইংল্যান্ডের বাগান- কেন্ট।
  30. উত্তরের ভেনিস- স্টকহোম।
  31. উদ্যানের শহর- শিকাগো।
  32. গগণচুম্বী অট্টালিকার দেশ- নিউইয়র্ক।
  33. জাঁকজমকের নগরী- নিউইয়র্ক।
  34. বিশ্বের রাজধানী– নিউইয়র্ক।
  35. বিগ আপেল — নিউইয়র্ক।
  36. চির বসন্তের নগরী- কিটো, ইকুয়েডর।
  37. চির শান্তির শহর- রোম, ইতালি।
  38. চির সবুজের দেশ- নাটাল।
  39. চীনের নীল নদ- ইয়াং সি কিয়াং।
  40. চীনের দুঃখ- হোয়াংহো নদী।
  41. প্রাচীরের দেশ- চীন।
  42. বাংলার দুঃখ- দামোদর নদী।
  43. হলদে চীন- হোয়াংহো।
  44. দক্ষিণের ভারতের উদ্যান- তাঞ্জোর।
  45. দক্ষিণের রানী- সিডনী, অস্ট্রেলিয়া।
  46. পশমের দেশ- অস্ট্রেলিয়া।
  47. ক্যাঙারুর দেশ- অস্ট্রেলিয়া।

নিশ্চুপ সড়ক শহর- ভেনিস।

  1. নীল নদের দান- মিশর।
  2. নীল নদের দেশ- মিশর।
  3. পিরামিডের দেশ- মিশর।
  4. বাজারের শহর- কায়রো, মিশর।
  5. নীরব শহর- রোম।
  6. পঞ্চম ড্রাগনের দেশ– তাইওয়ান
  7. পশু পালনের দেশ- তুর্কিস্তান।
  8. পশ্চিমের জিব্রাল্টার- কুইবেক।
  9. পাকিস্তানের প্রবেশদ্বার- করাচী।
  10. সাত পাহাড়ের শহর- রোম।
  11. হাজার-পাহাড়ের দেশ – রুয়ান্ডা।
  12. পোপের শহর- রোম।
  13. প্রাচ্যের ভেনিস- ব্যাংকক।
  14. নিমজ্জমান নগরী – হেগ
  15. পৃথিবীর ছাদ – পামির মালভূমি।
  16. পৃথিবীর চিনির আধার- কিউবা।
  17. বজ্রপাতের দেশ- ভূটান।
  18. বাতাসের শহর- শিকাগো।
  19. সিল্ক রুটের দেশ- ইরান।
  20. ঝর্ণার শহর- তাসখন্দ।
  21. বিশ্বের রুটির ঝুড়ি – প্রেইরি, উত্তর আমেরিকা।
  22. পৃথিবীর মুক্তভূমি– থাইল্যান্ড।
  23. মটর গাড়ির শহর- ডেট্রয়েট।
  24. মসজিদের শহর- ঢাকা ও ইস্তাম্বুল।
  25. মন্দিরের শহর- বেনারস।
  26. মরুভূমির দেশ- আফ্রিকা।
  27. মার্বেলের দেশ- ইটালী।
  28. লিলি ফুলের দেশ- কানাডা।
  29. ম্যাপল পাতার দেশ- কানাডা।
  30. স্বর্ণ নগরী- জোহান্সবার্গ।
  31. রৌপের শহর- আলজিয়ার্স।
  32. লবঙ্গ দ্বীপ- জাঞ্জিবার।
  33. সকাল বেলার প্রশান্তি -কোরিয়া।
  34. শান্ত সকালের দেশ- কোরিয়া।
  35. শ্বেত হস্তির দেশ- থাইল্যান্ড।
  36. শ্বেতাঙ্গদের কবরস্থান- গিনি কোস্ট।
  37. সাদা শহর- বেলগ্রেড(সার্বিয়া)।
  38. সম্মেলনের শহর- জেনেভা (সুইজারল্যান্ড)।
  39. সমুদ্রের বধু- গ্রেট ব্রিটেন।
  40. হর্ণ অফ আফ্রিকা- দক্ষিণ আফ্রিকা।
  41. বৃহদাকার চিড়িয়াখানা — আফ্রিকা
  42. আফ্রিকার হ্রদয়– সুদান
  43. অন্ধকারাচ্ছন্ন মহাদেশ- আফ্রিকা।
  44. প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত– মারিয়ানা ট্রেঞ্চ।
  45. হারকিউলিসের স্তম্ভ- জিব্রাল্টার মালভূমি।
  46. ভূমধ্যসাগরের প্রবেশদ্বার – জিব্রাল্টার।
  47. সিটি অব কালচার – প্যারিস (ফ্রান্স)
  48. সিটি অফ লাইট- প্যারিস(ফ্রান্স)
  49. ট্যাক্সির নগরী – মেক্সিকো সিটি
  50. পৃথিবীর গুদামঘর- মেক্সিকো
  51. সোভিয়েত ইউনিয়নের শস্যভাণ্ডার – ইউক্রেন।
  52. the cap of Good hope – সাউথ আফ্রিকা।
  53. the city of flowering trees- হারারে (জিম্বাবুয়ে)
  54. Country of copper – জাম্বিয়া
  55. পার্ল অব আফ্রিকা – উগান্ডা
  56. সোনার অন্তঃপুর – ইস্তাম্বুল (তুরস্ক)
  57. চির সবুজের শহর/দেশ – নাটাল (দঃ আফ্রিকা) ।
  58. গ্রানাইটের শহর – অ্যাবারদিন(স্কটল্যান্ড)
  59. তাজমহলের নগরী – আগ্রা
  60. উত্তরের ভেনিস – স্টকহোম
  61. পশ্চিমের জিব্রাল্টার –কুইবেক(কানাডা)·
  62. শুন্যোদ্যানের নগরী – ব্যবিলন (ইরাক)।
  63. আলেজান্দ্রিয়ার বাতিঘরের দেশ –মিশর
  64. জিউসের মূর্তির দেশ – গ্রিস
  65. পৃথিবীর সুন্দর দ্বীপ – টস্টিয়ানডি কানা
  66. পীত হাতির দেশ – চীন।
  67. পশুপালনের দেশ – তুরকিমেনিস্তান।
  68. ব্রিটেনের বাগান – কেন্ট।
  69. রাতের নগরী – কায়রো।
  70. আদ্রিয়াতেকের রানী – ভেনিস।

❤️বাংলাদেশ❤️

  1. জাদুঘরের শহর- কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলা
  2. বাংলাদেশের রুটির ঝুড়ি = দিনাজপুর
  3. মসজিদের শহর- ঢাকা
  4. রিকশার নগরী- ঢাকা
  5. পাহাড়-পর্বত ও রহস্যের লীলাভূমি- বান্দরবান
  6. নদীমাতৃক দেশ- বাংলাদেশ
  7. 360 আউলিয়ার দেশ- সিলেট
  8. বারাে আউলিয়ার দেশ-চট্টগ্রাম
  9. বাংলাদেশের প্রবেশ দ্বার-চট্টগ্রাম বন্দর
  10. বাংলাদেশের বানিজ্যিক রাজধানী- চট্টগ্রাম
  11. উওরবঙ্গের প্রবেশদ্বার- বগুড়া
  12. পশ্চিমাবাহিনীর নদী-ডাকাতিয়া বিল
  13. বাংলার শস্য ভান্ডার-বরিশাল
  14. বাংলার ভেনিস-বরিশাল
  15. হিমালয়ের কন্যা-পঞ্চগড়
  16. সাগর কন্যা-কুয়াকাটা, পটুয়াখালি
  17. সাগর দ্বীপ-ভােলা
  18. কুমিল্লার দুঃখ-গোমতী
  19. বাংলাদেশের পর্যটন রাজধানী-কক্সবাজার
  20. প্রাচ্যের ডান্ডি- নারায়ণগঞ্জ
  21. বাংলাদেশের কুয়েত সিটি”-খুলনা অঞ্চল (চিংড়ি চাষের জন্য)
  22. নীরব খনির দেশ – বাংলাদেশ
  23. ভাটির দেশ- বাংলাদেশ
  24. চট্টগ্রামের দুঃখ- চাকতাই খাল
  25. দ্বীপ মহাদেশ-অস্ট্রেলিয়া
  26. সোনালী তন্তুর দেশ- বাংলাদেশ
  27. সোনালী পুষ্পের দেশ- জাপান
  28. লুপ্ত শহর- লাসা(তিব্বত)
  29. কফি বন্দর- রিও ডি জেনিরো ( ব্রাজিল)
  30. শঙ্খবৃত্তাকৃতি স্বপ্নের শহর- অক্সফোর্ড

🌹🌹(ইংল্যান্ড)🌹🌹

  1. সাম্রাজ্যের শহর- নিউইয়র্ক
  2. কেকের দেশ- স্কটল্যান্ড
  3. বসন্তের দ্বীপ- জামাইকা
  4. উরন্ত মাছের দেশ- বার্বাডোজ
  5. অ্যান্টিলসের মুক্তো pearl of Antilles- কিউবা
  6. পৃথিবীর রাজধানী বলা হয় – নিউইয়র্ক
  7. পৃথিবীর কেন্দ্র রাজধানী বলা হয় – মক্কা।

ভারতবর্ষ

কাশ্মীর

  1. পৃথিবীর ভূস্বর্গ (Havens of the Earth) বা প্রাচ্যের নন্দনকানন-

কাশ্মীর

  1. ভারতের সুইজারল্যান্ড (Switzerland of India)-কাশ্মীর (জম্মু ও

কাশ্মীর)

উত্তর প্রদেশ

  1. নবাবের শহর (City of Nawabs)- লক্ষ্ণৌ (উত্তরপ্রদেশ)
  2. পূর্বের কনস্ট্যান্টিনােপল (Constantinople of the East)- লক্ষ্নৌ

(উত্তরপ্রদেশ)

  1. পূর্ব ভারতের এথেন্স (Athens of the East India)- লক্ষ্ণৌ

(উত্তরপ্রদেশ)

  1. ভগবানের ঘর (Abode of the God)- এলাহাবাদ (উত্তরপ্রদেশ)
  2. মিলন শহর (Sangam City) -এলাহাবাদ (উত্তরপ্রদেশ)
  3. প্রধানমন্ত্রীর শহর (City of Prime Ministers)-এলাহাবাদ

(উত্তরপ্রদেশ)

  1. ভারতের তালা-চাবির শহর (Keylock City of India)- আলিগড়

(উত্তরপ্রদেশ )

  1. ষাড় ও মন্দিরের নগর (City of Ox and Temple)- বারাণসী

(উত্তরপ্রদেশ)

  1. ভারতের আধ্যাত্মিক রাজধানী (Spiritual capital of India)- বারাণসী

(উত্তরপ্রদেশ)

  1. ভারতের ধর্মীয় রাজধানী (Religious capital of India)- বারাণসী

(উত্তরপ্রদেশ)

  1. আলাের শহর (City of Lights)- বারাণসী (উত্তরপ্রদেশ)
  2. মন্দিরের শহর (City of Temples)- বারাণসী (উত্তরপ্রদেশ)
  3. পবিত্র শহর (Holy City)- বারাণসী (উত্তরপ্রদেশ)
  4. বিশ্বের চামড়ার শহর (Leather city of the World)- কানপুর

(উত্তরপ্রদেশ)

  1. উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার (Manchester of North India)- কানপুর

(উত্তরপ্রদেশ)

  1. তাজ নগরী (Taj Nagari)- আগ্রা (উত্তরপ্রদেশ)

রাজস্থান

  1. স্বর্ণ মন্দিরের শহর (City of Golden Temple)-অমৃতসর (পাঞ্জাব)
  2. পঞ্চনদের দেশ (Land of Five Rivers)- পাঞ্জাব
  3. নীল শহর (Blue City)-যােধপুর (রাজস্থান)
  4. সূর্য শহর (Sun City) -যােধপুর (রাজস্থান)
  5. সিটি অফ প্যালেসেস (City of Palaces)- জয়পুর (রাজস্থান)
  6. ভারতের সােনালী শহর (Golden city of India)- জয়সলমীর

(রাজস্থান

  1. ভারতের প্যারিস (Paris of india )- জয়পুর (রাজস্থান)
  2. গােলাপী শহর (Pink City)- জয়পুর (রাজস্থান)
  3. শ্বেত শহর (White city)- উদয়পুর (রাজস্থান)

মহারাষ্ট্র

  1. সপ্তদ্বীপের শহর (City of seven Islands)-মুম্বাই (মহারাষ্ট্র)
  2. স্বপ্নের শহর (City of Dreams)- মুম্বাই (মহারাষ্ট্র)
  3. ভারতের প্রবেশ দ্বার (Gate way of India)- মুম্বাই (মহারাষ্ট্র)
  4. ভারতের ভেনিস (Venice of India)- মুম্বাই (মহারাষ্ট্র)
  5. ভারতের মূলধনের রাজধানী (Capital City of India)- মুম্বাই

(মহারাষ্ট্র )

  1. ভারতের হলিউড (Hollywood of India)- মুম্বাই (মহারাষ্ট)
  2. দাক্ষিণাত্যের রাণী (Queen of the South)- পুনে (মহারাষ্ট্র)
  3. ভারতের কমলালেবুর শহর (Orange City of India)- নাগপুর (মহারাষ্ট্র)
  4. ভারতের আঙুরের শহর (Grapes city of India)- নাসিক (মহারাষ্ট্র)
  5. ভারতের ক্যালিফোর্নিয়া (California of India)- নাসিক/রত্নগিরি

(মহারাষ্ট্র)

  1. দাক্ষিণাত্যের রানী (Queen of Deccan)- পুণে (মহারাষ্ট্র)
  2. মেঘদূতের দেশ (Land of Meghdoot)- রামটেক (মহারাষ্ট্র)

তামিলনাড়ু

  1. দক্ষিণ ভারতের প্রবেশদ্বার (Gateway of South India)-চেন্নাই

(তামিলনাড়ু)

  1. এশিয়ার ডেট্রয়েট (Detroit of Asia)- চেন্নাই (তামিলনাড়ু)
  2. অটো হাব অফ ইন্ডিয়া (Auto Hub of India)- চেন্নাই (তামিলনাড়ু)
  3. ভারতের স্বাস্থ্য রাজধানী (Health capital of India)- চেন্নাই

(তামিলনাড়ু),

  1. বস্ত্রবয়ন শহর (Textile city of India)- কোয়েম্বাটুর (তামিলনাড়ু)
  2. চন্দন বৃক্ষের মন্দির (Temple of Sandle Tree)-মাদুরাই (তামিলনাড়ু)
  3. নীল পর্বত (Blue Mountains)- নীলগীরি (তামিলনাড়ু)
  4. সবুজ নগরী (Green City)-চেন্নাই (তামিলনাডু)
  5. নীল পর্বত (Blue Mountain)-নীলগিরি পর্বত (তামিলনাড়ু)
  6. দক্ষিণ ভারতের কাশী বা বারাণসী (Benaras of the south)- মাদুরাই

(তামিলনাড়ু)

  1. ধানক্ষেতের শহর (City of Paddy fields)- তিরুনেলভেলি (তামিলনাড়ু)
  2. দক্ষিণ ভারতের অক্সফোর্ড (Oxford of South India)-

তিরুনেলভেলি (তামিলনাড়ু)

  1. উৎসব নগরী (Festival City)- মাদুরাই (তামিলনাড়ু)
  2. দক্ষিণ ভারতের ম্যানচেস্টার (Manchester of South India)-

কোয়েম্বাটুর

কর্ণাটক

  1. ভারতের ইল্যেকট্রনিক্স শহর (Electronic City of India)- ব্যাঙ্গালুরু

(কর্ণাটক)

  1. সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া (Silicon Valley of India)- ব্যাঙ্গালুরু (কর্ণাটক)
  2. মহাকাশ শহর (Space City)- ব্যাঙ্গালুরু (কর্ণাটক)
  3. ভারতের বিজ্ঞান শহর (Science city of India)- ব্যাঙ্গালুরু (কর্ণাটক)
  4. আই. টি. ক্যাপিটাল অফ ইন্ডিয়া (IT Capital of India)-ব্যাঙ্গালুরু (কর্ণাটক)
  5. ভারতের উদ্যান নগরী (Garden city of India) -বেঙ্গালুরু (কর্ণাটক)
  6. হাইটেক শহর (Hitech City)- ব্যাঙ্গালাের (কর্ণাটক)
  7. প্রাচ্যের রােম (Rome of the East)- ম্যাঙ্গালাের (কর্ণাটক)
  8. হেরিটেজ সিটি (Heritage city)- মাইশাের (কর্ণাটক)
  9. ভারতের স্কটল্যান্ড (Scotland of India)- কুর্গ (কর্ণাটক)

আসাম

  1. উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার (Gateway of North-East India)-

গুয়াহাটি (আসাম)

  1. রক্তের শহর (City of Blood)- তেজপুর (আসাম)
  2. চা-এর শহর (Tea City of India)- ডিব্ৰুগড় (আসাম)

মণিপুর

  1. পূর্ব ভারতের রত্ন (Jewell of Eastern India)- মণিপুর
  2. পূর্ব ভারতের কাশ্মীর (Kashmir of Eastern India)- মণিপুর

তেলেঙ্গানা

  1. হ্রদের নগরী (Lake City of India)- হায়দ্রাবাদ (তেলেঙ্গানা )
  2. মুক্তার শহর (City of Pearls)- হায়দ্রাবাদ (তেলেঙ্গানা)
  3. নিজাম শহর (City of Nizams)- হায়দ্রাবাদ (তেলেঙ্গানা)
  4. বিরিয়ানির বিশ্ব রাজধানী (World Capital of Biryani)- হায়দ্রাবাদ

(তেলেঙ্গানা)

গুজরাট

  1. ভারতের ম্যানচেস্টার (Manchester of India ) -আহমেদাবাদ (গুজরাট)
  2. ভারতের বস্টন (Boston of India)- আহমেদাবাদ (গুজরাট)
  3. ম্যানচেস্টার অফ ইন্ডিয়া (Manchester of India)- আমেদাবাদ (গুজরাট)
  4. সবুজ শহর (Green City)-গান্ধীনগর (গুজরাট)
  5. ভারতের মক্কার দ্বার (Gateway of Mokka)- সুরাট (গুজরাট)
  6. হীরের শহর (Diamond city of India)-সুরাট (গুজরাট)

অন্ধ্র প্রদেশ

  1. এশিয়ার ডিমের ঝুড়ি ( Egg Basket of Asia)- অন্ধ্রপ্রদেশ
  2. লঙ্কার শহর (City of Chilies)-গুন্টুর (অন্ধ্রপ্রদেশ)
  3. সিটি অফ ডেসটিনি (City of Destiny)- বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ)

কেরালা

  1. আরবসাগরের রাণী (Queen of Arabian Sea)-কোচি (কেরালা)
  2. ভগবানের নিজের দেশ (God’s own land )- কেরালা
  3. ভারতের মশলার বাগান (Spice Garden of India)- কেরালা
  4. আরবসাগরের রাজা (Prince of Arabian Sea) -কোলান (কেরালা)
  5. কেরালার প্রবেশদ্বার (Gateway of Kerala)- কোচি (কেরালা)
  6. ভগবানের নিজের দেশ (God’s own country)- কোচি (কেরালা)
  7. প্রাচ্যের ভেনিস/পূর্বের ভেনিস (Venice of the East)- আলেপ্পি

(কেরালা)

  1. ভারতের মন্দিরের শহর (Temple City of India)- ভুবনেশ্বর (ওড়িশা)
  2. প্রাচ্যের স্কটল্যান্ড (Scotland of East)- শিলং (মেঘালয়)
  3. গুহার দেশ (Land of Cave)-সিকিম।
  4. সৌন্দর্য্যের শহর (The City of Beautiful)- চন্ডীগড় (চন্ডীগড়)
  5. ভারতের সামরিক শহর (Difence City of India)-মিরাট (ভারত)

হরিয়ানা

  1. ভারতের দুধের বালতি (Milk Bucket of India)- হরিয়ানা
  2. সিটি অফ হ্যান্ডলুম (City of Hand-loom)- পানিপথ ( হরিয়ানা )

উত্তরাখন্ড

  1. যোগের শহর (Yoga City)-ঋষিকেশ (উত্তরাখন্ড)
  2. হিমালয়ের রানী (Queen of Himalaya)- মুসৌরী (উত্তরাখন্ড)
  3. কুইন অফ গাড়ােয়াল (Queen of Garwal)- নীলকণ্ঠ পাহাড়

(উত্তরাখন্ড)

  1. হ্রদের শহর (City of Lakes)- ভােপাল(মধ্যপ্রদেশ), উদয়পুর

(রাজস্থান), নৈনিতাল (উত্তরাখন্ড )

  1. পর্বতের রাণী (Queen of the Mountains)- মুসৌরী (উত্তরাখন্ড
  2. গঙ্গার প্রবেশদ্বার (Gateway of Ganga)- হরিদ্বার (উত্তরাখন্ড)

বিহার

  1. ভারতের রেশমের শহর (The Silk City of India)-ভাগলপুর (বিহার)
  2. বিহারের দুঃখ (Sorrow of Bihar)- কোশী নদী (বিহার)

ঝাড়খন্ড

  1. ভারতের কয়লা রাজধানী (The Coal capital of India)- ধানবাদ

(ঝাড়খন্ড)

  1. ভারতের খনি শহর (City of Mine)- ধানবাদ (ঝাড়খন্ড)
  2. ভারতের ইস্পাত শহর (Steel city of India)- জামসেদপুর (ঝাড়খন্ড)
  3. ভারতের পিটসবার্গ (Pitsberg of India)- জামসেদপুর (ঝাড়খণ্ড )
  4. এশিয়ার রােম (Rome of Asia)- দিল্লী
  5. পঞ্চ পাহাড়ের দেশ (Land of Five Hills)- ত্রিপুরা

হিমাচল প্রদেশ

  1. ভারতের পােস্টকার্ড শহর ( Postcard City of India)- মানালি (হিমাচল

প্রদেশ)

  1. ভারতের আপেল রাজ্য বলা হয় – হিমাচল প্রদেশ

মধ্যপ্রদেশ

  1. পাওয়ার হাব সিটি (Power Hub City)- মুন্ডি (মধ্যপ্রদেশ)
  2. মিনি মুম্বই (Mini Mumbai)- ইন্দোর (মধ্যপ্রদেশ)
  3. ভারতের আতিথিয়তার শহর– শিলিগুড়ি
  4. ভারতের পূর্বের প্যারিস–পুদুচেরি
  5. ভারতের কর্ণাটকের প্রবেশদ্বার– ম্যাঙ্গালোর

পশ্চিমবঙ্গ

  1. কলকাতা – পূর্ব ভারতের প্রবেশদ্বার।
  2. কলকাতা – ভারতের সাংস্কৃতিক রাজধানী।
  3. কলকাতা – আনন্দের শহর।
  4. কলকাতা – প্রাসাদ নগরী।
  5. কলকাতা – পশ্চিমবঙ্গের বৃহত্তম মহানগর।
  6. কলকাতা – মিছিল নগরী।
  7. কলকাতা – ফুটবলের মক্কা, আলীনগর।
  8. সল্টলেক– পরিকল্পিত শহর ।
  9. রাজারহাট– সর্বাধুনিক শহর ।
  10. হাওড়া – ভারতের গ্লাসগাে।
  11. হাওড়া – ভারতের শেফিল্ড।
  12. কলকাতা ও হাওড়া– যমজ শহর ।
  13. দার্জিলিং – পাহাড়ের রাণী
  14. দার্জিলিং – চা-এর শহর।
  15. দার্জিলিং – শৈল শহর
  16. জলপাইগুড়ি – ডুয়ার্সের শহর।
  17. খড়্গপুর — মিনি ইন্ডিয়া।
  18. ঝাড়গ্রাম – অরণ্য সুন্দরী।
  19. বিষ্ণুপুর – পূর্ব ভারতের কাশী
  20. বিষ্ণুপুর – বাংলার মন্দির নগরী
  21. বিষ্ণুপুর – টেরাকোটার শহর
  22. কালিম্পং – অর্কিডের শহর।
  23. শিলিগুড়ি – উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার
  24. শিলিগুড়ি – ডুয়ার্সের প্রবেশদ্বার
  25. পুরুলিয়া – মানভূম সিটি
  26. মুর্শিদাবাদ – নবাবের শহর
  27. বহরমপুর – বাংলার রেশম শিল্পের শহর
  28. পূর্ব বর্ধমান – পশ্চিমবঙ্গের ধানের গােলা
  29. নবদ্বীপ – বাংলার অক্সফোর্ড
  30. মালদহ – আমের শহর
  31. রাণীগঞ্জ – কয়লার শহর
  32. দুর্গাপুর – ভারতের ইস্পাত নগরী
  33. দুর্গাপুর – ভারতের রূঢ়
  34. আসানসােল – কালাে হীরের স্থান
  35. আসানসোল – শিল্প নগরী
  36. বনগাঁ – সীমান্ত শহর
  37. শান্তিপুর – তাঁতের শহর।
  38. চন্দননগর – সিটি অফ লাইট
  39. চন্দননগর – ফরাসডাঙা
  40. শ্রীরামপুর – ফ্রেড্রিক নগর
  41. চুঁচুড়া – ওলন্দাজ নগর
  42. কোলাঘাট – ইলেকট্রিক সিটি ( পাবলিক কমেন্ট)
  43. তারকেশ্বর- বাবার ধাম (পাবলিক কমেন্ট)
  44. কার্শিয়ং – সাদা অর্কিডের দেশ
  45. সুন্দরবন – বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ(পাবলিক কমেন্ট)
  46. কোচবিহার – রাজার শহর (পাবলিক কমেন্ট)
  47.  ক্ষীরাই – ভ্যালি অব ফ্লাওয়ার ওয়েস্ট বেঙ্গল।(পাবলিক কমেন্ট)
  48. পৃথিবীর কসাই খানা- শিকাগো।

তথ্য- সংগৃহীত তাই ভুল থাকলে ক্ষমাপ্রার্থী,

🌹🌹 আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ পোস্ট করা আছে 🌹🌹

[ বাংলাদেশের বিভিন্ন জেলার উপনাম
এভারডিন শহর কোন দেশে
বিভিন্ন জায়গার উপনাম
উদ্যানের শহর কোনটি
গিনিকোস্ট কোথায়
বাংলাদেশের ভৌগলিক নাম
কনস্টান্টিনোপল কোন শহরের পুরাতন নাম
হাজার দ্বীপের দেশ কোনটি ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *