উইন্ডোজ ১১ তে যেভাবে Google Play Store App Install ইন্সটল করবেন।

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে Amazon App Store ও Windows Subsystem For Android এর মাধ্যমে অফিশিয়ালি এন্ড্রয়েড এপ্লিকেশন গুলো চালানোর সুযোগ রয়েছে।Amazon App Store এর App collection খুব খারাপ বলা যাবে না তার পর ও এন্ড্রয়েড ফ্যান দের জন্য ব্যাপারটা পুর্ণতা পেত যদি Google Play Store টাও থাকতো। তবে অবশ্যই বিকল্প উপায়ে ঠিকই আন অফিশিয়ালি গুগল প্লে স্টোর ইন্সটল ঠিকই করা যায় উইন্ডোজ ১১ তে। আজকের স্টেপ বাই স্টেপ গাইডের মাধ্যমে দেখানো হয়েছে সেটাই।

google play store app install

Facebook Monetization | ফেসবুক পেইজ মনিটাইজেশন করে আয়

এটা কোনো অফিশিয়াল পদ্ধতি না গুগল প্লে স্টোর চালানোর বা ইন্সটল করার। এজন্য এটা যে খুবই স্মুদ/ফাস্ট হবে বা স্টেবল হবে তা মনে করার ও কোনো সুযোগ নেই। অফিশিয়াল নয় বিধায় এটাও সহজেই বলে দেওয়া যায় যে এটার জন্য UI/Performance optimization গুগল, মাইক্রোসফট ও যেমন করেনি, ইন্টেল ,এনভিডিয়া বা এএমডির মত জিপিইউ ব্রান্ড গুলোও দেয়নি কোনো অপ্টিমাইজড ড্রাইভার। আর custom and unusual environment হওয়ায় গুগল একাউন্টে লগিন করাটাও যে 100% স্বাভাবিক প্রক্রিয়া হবে সেটার ও নিশ্চয়তা নেই।। কেও ঝুকি নিতে না চাইলে অন্য গুগল একাউন্ট দিয়েও টেস্ট করতে পারেন।

  • যা যা লাগবেঃ

-7-zip/Winrar এই দুটি টুল ইন্সটল দিয়ে রাখুন। কাজের সময় অবশ্য একটি দিয়েই কাজ হয়ে যেতে পারে অথবা দুইটাই ব্যবহার করা লাগতে পারে।

-play store configure করার জন্য Amazon App Store ও Windows Subsystem For Android এর msixbundle। ডাউনলোডের জন্য microsoft store generation project সাইটে যান । product id option select করে 9p3395vx91nr বসান। slow সিলেক্ট করে সার্চ করুন। একদম নিচের 1.2 GB এর msixbundle ফাইলটি ডাউনলোড দিন,ওয়ার্নিং আসলে ইগনোর করুন। এটি মুলত Subsystem For Android এর app যেটিকে আমরা একটু পর এক্সট্রাক্ট করে googleplay store চালানোর মডিফাই করবো।

-Windows Subsystem for Linux ( with Ubuntu Distro)

স্টার্ট থেকে CMD run as admin অপশনে চালু করুন।

wsl –install কমান্ডটি দিন। অপেক্ষা করুন।। শেষ হলে রিস্টার্ট দিন। new id,password দিয়ে সেটআপ শেষ করুন।

-Platform tools for windows

developer.android.com সাইট থেকে platform tool for windows ডাউনলোড অপশনে ক্লিক করুন, terms and conditions accept করে ডাউনলোড করুন।

-Open GApps

opengapps.org/ সাইটে যান। x86_64, android 11,pico variant সিলেক্ট করে ডাউনলোড করুন।

-WSAGAScript

github এর WSA GApps Script থেকে zip file ডাউনলোড করুন।

Turn on developers mode

developer settings সার্চ করুন স্টার্ট মেনুতে। সিলেক্ট করে developers mode enable করুন।

Lets start: Steps to install google play store on Windows 11 PC

  • প্রথম ধাপঃ প্রয়োজনীয় সকল ফাইল রেডি করাঃ

প্রথমে সি ড্রাইভে WindowsSubsystemAndroid,GAppsWSA,ADB নামের ৩টি ফোল্ডার তৈরী করুন।

একটু আগে ডাউনলোড করা Windows Subsystem For Android এর msixbundle ফাইলটি winrar বা 7-zip দিয়ে Open করুন। এর মধ্যে WsaPackage_1.7.32815.0_x64_Release-Nightly.msix ফাইলটি খুজুন। ওপেন করুন। সবগুলো ফাইল সিলেক্ট করে C:\WindowsSubsystemAndroid\s লোকেশনে এক্সট্রাক্ট(extract) করুন।

এরপর এক্সট্রাক্ট করা ফাইলগুলোর মধ্যে AppxMetadata, AppxBlockMap.xml, AppxSignature.p7x, and [Content_Type].xml. ফাইলগুলো ডিলিট করুন।এক্সট্রাক্ট করার আগে আর্কাইভ এর মধ্য থেকেও ডিলিট করতে পারেন ফাইল গুলো।

এবার C:\GAppsWSA\ লোকেশনে WSAGAScript-main যে zip file টা আমরা ডাউনলোড করলাম সেটি extract করুন।

open_gapps-x86_64-11.0-pico.zip ফাইলটি কপি করুন। C:\GAppsWSA\#GAPPS লোকেশনে paste করুন।

C:\ADB\ লোকেশনে platform-tools_r31.0.3-windows zip ফাইলটি এক্সট্রাক্ট করুন।

C:\WindowsSubsystemAndroid\ লোকেশনে যান vendor.img, system_ext.img, system.img, and product.img. এই ফাইলগুলো কপি করুন ও C:\GAppsWSA\#IMAGES\ লোকেশনে paste করুন।

  • দ্বিতীয় ধাপঃ Ubuntu এর মাধ্যমে WSA with the Google Play Store app

ubuntu run as admin option এ  চালু করুন। sudo su কমান্ড দিন। এন্টার চাপুন। পাসওয়ার্ড দিন।

cd /mnt/c/GAppsWSA কমান্ড দিন।েন্টার চাপুন, এতে GAppsWSA ফোল্ডারে যাবে টার্মিনালটি।

sudo apt-get update কমান্ডটি দিন ও এন্টার চাপুন। সোর্সগুলো থেকে এতে করে package information ডাউনলোড হবে।

dos2unix ইন্সটল করার জন্য apt-get install dos2unix কমান্ড দিন।

lzip unzip tool ইন্সটল করার জন্য apt-get install unzip lzip কমান্ড দিন।

এবার নিচের চারটি কমান্ড পরপর দিন, প্রতি কমান্ড টাইপের পর এন্টার চাপুন অবশ্যই।স্ক্রিপ্ট গুলো এই ধাপে ইউনিক্স ফরম্যাটে কনভার্ট হবে।

dos2unix ./apply.sh

dos2unix ./extend_and_mount_images.sh

dos2unix ./extract_gapps_pico.sh

dos2unix ./unmount_images.sh

dos2unix ./VARIABLES.sh

এবার স্ক্রিপ্টগুলোকে এক্সিকিউট করতে আগের মতই নিচের কমান্ডগুলো পরপর দিন।

./extract_gapps_pico.sh

./extend_and_mount_images.sh

./apply.sh

./unmount_images.sh

C:\GAppsWSA\#IMAGES লোকেশন থেকে vendor.img, system_ext.img, system.img, and product.img. ফাইলগুলো C:\WindowsSubsystemAndroid লোকেশনে paste and replace করুন।

C:\WindowsSubsystemAndroid\Tools ফোল্ডারের kernel file টি rename করে kernel.bak নাম দিন।

C:\GAppsWSA\misc লোকেশনের kernel ফাইলটি (অন্য নাম থাকলে kernel নামে রিনেম করুন), কপি করে C:\WindowsSubsystemAndroid\Tools ফোল্ডারে paste করুন।

  • শেষ ধাপঃ

PowerShell চালু করুন admin privilege এ। Add-AppxPackage -Register C:\WindowsSubsystemAndroid\AppxManifest.xml কমান্ড দিন । এতে করে এতক্ষণ মডিফাই করা Windows Subsystem for Android with the Google Play Store package প্যাকেজটি ইন্সটল হবে।

স্টার্ট থেকে Windows Subsystem for Android চালু করুন। Developer mode চালু করুন,continue দিন (টিক চিহ্ন উঠিয়ে দিয়ে)।

এবার admin privilege এ CMD চালু করুন cd C:\ADB কমান্ড দিন।

adb connect 127.0.0.1:58526 কমান্ড দিন। সাকসেসফুল না হলে রিস্টার্ট দিন পিসি, subsystem for android চালু করুন। admin-cmd থেকে আগের মতই আগের adb connect 127.0.0.1:58526 লোকেশনেই কমান্ড দিন।

কানেক্ট হবার পর adb shell কমান্ড দিন ও তারপর su কমান্ড দিন ।এতে সুপার ইউজার রুট এক্সেস পাওয়া যাবে।

setenforce 0 কমান্ড দিন।

এবার প্লে স্টোর চালু করতে পারবেন। এভাবেই উপরের ধাপগুলো অনুসরণ করে Windows 11 এ Google Play Store ইন্সটল করা যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *