চুল_পড়া_বন্ধে_কাঁচা_আমলকির । ♦️তেল তৈরি ও ব্যবহার করুন♦️
চুল_পড়া_বন্ধে_কাঁচা_আমলকির
তেল_তৈরি_ও_ব্যবহার_করুন
—————————-
🌴আমরা সবাই কম বেশী জানি যে আমলকি চুলের জন্য কতটা উপকারি। আমলকিতে রয়েছে ভাইটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা চুল পড়া বন্ধ এবং বৃদ্ধিতে সাহায্য করে।
🌴আমলকি চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুল পাকা রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে থাকে।
🌴এ ছাড়া মাথা ঠান্ডা রাখে ও নিয়মিত আমলকির ব্যাবহারে অকালে চুল পাকা রোধ হয়, ও পাকা চুল কালো হয়।
✅ আমলকি যে কোন ভাবেই মাথায় ব্যাবহার করা যেতে পারে,,,,,,
⭕ তবে যারা আমলকির তেল ব্যাবহার করতে চান তাদের জন্য আমার আজকের এই টনিক:
————————————————————————-
🌴 চুল পড়া বন্ধ করতে ও পাকা চুল কালো করতে আমলকি তেলের ব্যবহার।
অনেকে হয়ত এই সম্পর্কে আগে থেকেই জানেন, তবে যারা না জেনে থাকেন তাদের জন্য আজকের টনিক।
#আমলকির_তেল_উপকরন:
——————————————–
✅ ভাল মানের আমলকি ২৫০ গ্রাম
✅ পিওর নারিকেল তেল ২০০ গ্রাম
#প্রক্রিয়া :
——————-
🌴প্রথমে আমলকি কুচি কুচি করে কেটে নিতে হবে, এবার আমলকির বিচি ফেলে বেঁটে নিন বা ব্রান্ডারে ব্রান্ড করে নিন।
🌴বাঁটা বা ব্রান্ড হয়ে গেলে পরিষ্কার পাত্রে দিয়ে চুলায় দিন এবং মৃদূ আঁচে জাল দিতে হবে, ( পানি দেবার দরকার নেই কারন এমনিতেই পানি বের হবে তবে চাইলে সামান্য একটু পানি দেওয়া যেতে পারে।)
🌴এবার এর রং গাড় হলে এর ভিতর নারিকেল তেল দিয়ে দিন, এবং মৃদু আঁচে ৩০ মিনিট জাল দিন।
৩০ মিনিট জাল দেওয়ের পরে মিশ্রনটি ঠান্ডা হবার জন্য রেখে দিন।
ঠান্ডা হলে মিশ্রনটি ছাঁকনি অথবা কাপড়ের সাহায্য ছেঁকে তেল আলাদা করে নিন।
ব্যাছ তৈরি হয়ে গেল আমলকির তেল।
#ব্যাবহার :
——————–
তুলা অথবা হাতের সাহায্যে মাথার ত্বকে লাগান (যেন চুলের গোড়া ভিজে যায়)। এবার ২ ঘন্টা রেখে দিন, পরে শেম্পু করে নিন। তবে ভাল হয় সারা রাত লাগিয়ে রেখে সকালে যদি শেম্পু করে নেয়া যায়। আমলকি বা আমলকির তেল নিয়মিত ব্যবহারে চুল পড়া বন্ধ হয়ে চুল হবে ঘন, কাল, মজবুদ ও আকর্ষনীয়, সম্পুর্ন প্রাকৃতিক ভাবেই।
#আলহামদুলিল্লাহ
আমাদের নিজস্ব রয়েছে,,,,
#চুল_পড়া_বন্ধে/ #টাক_পড়া_প্রতিরোধে – ভেষজ অয়েল (হোম মেইড)
#টাকপড়া_প্রতিরোধে_ভেষজ_কেশ_তৈলঃ™
————————————————————————–
🏀উপকারিতাঃ🏀
——————————
🔴 টাক পড়া দ্রুত প্রতিরোধ করে
🔴 পূর্ণমাএায় চুল পড়া বন্ধ করে ৮-১০ দিনেই
🔴 নতুন চুল গজাতে সাহায্য করে
🔴 চুলের অকাল পক্কতা দূর করে
🔴 চুল ঘন কালো দীর্ঘ করে
🔴 খুসকি দূর করে ইনশাআল্লাহ
🍒 ব্যবহৃত উপাদান 🍒
————————————
🍓 আমলকি
🍓 কেশুত পাতা
🍓 ভূঙ্গরাজ এবং
🍓 বিশুদ্ধ নারিকেল তেল
🏝কিছু কথাঃ🏝
“”””””””””””””””””””””””””””””
এই সুগন্ধি ঔষধি কেশ তেল নিয়মিত ব্যবহারে-
#চুল_উঠা
#খুসকি
#অকাল_পক্কতা
#মাথা_গরম
#অনিদ্রা
#হাত_পা_ও_চোখ_জালা_মাথা_ঘোরা ইত্যাদি আল্লাহর রহমতে নিরাময় হয়।
🔴 যে সকল মহিলাদের বায়ুচরা/ উর্ধবায়ু জনিত কারনে/ উপসর্গে মাথার চুল ভুস ভুস করিয়া উঠিয়া যায়।
তাহাদের জন্য ইহা পরম বন্ধুর ন্যায় কাজ করে।
🔴 যাহারা অনবরত মস্তিষক চালনা করেন, তাহাদের ইহা আদরের বস্তুু।
🔴 এই জন্য প্রত্যেক ছাএ/ছাএী, শ্রমজীবি সকলের পক্ষেই এই তেল সমান উপকারী।
🔴 ইহা সকল ঋতুতে সকলের পক্ষে ব্যবহার উপযোগী।
🔴 ইহা একাদারে মস্তিষক শীতল কারি- কেশ বৃদ্ধিকারক, অকাল পক্কতা নিবারক ঔষুধী তেল।
🔴 মন মাতানো গন্ধে ভরপুর- অতি উৎকৃষ্ট কেশ তেল।
ইহার মিষ্টি মধুর কোমল গন্ধে মন প্রান আমোদিত করে।
#বিস্তারিত_তথ্য_এবং_পরামর্শ
———————————————–
গভমেন্ট রেজিস্টার্ড ইউনানী চিকিৎসক