Navy Job Circular 2022 বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার
নৌবাহিনী হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নৌ যুদ্ধ শাখা। এ বাহিনী ১৯৭১ সালে গঠন করা হয়েছিলো। বাহিনীটি বাংলাদেশের প্রায় ১ লক্ষ ১৮ হাজার ০৮ শত ১৩ বর্গ কিলোমিটার সামুদ্রিক অঞ্চল এবং গুরুত্বপূর্ণ বন্দর, সামরিক ঘাঁটি এবং অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। Bangladesh navy sailor and modc job circular 2022
উইকিপেডিয়া (Wikipedia) অনুসারে, এই বাহিনীতে বর্তমানে প্রায় ২৫ হাজার ৮১ জন সৈনিক কর্মরত রয়েছেন। এছাড়াও ০৩ হাজার ০৮ শত জন সিভিল বা বেসামরিক ব্যাক্তি কর্মরত রয়েছেন। এই বাহিনীতে পুরুষ নাবিক ও এমওডিসি পদে জনবল নিয়োগের লক্ষ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধুমাত্র এসএসসি (SSC) পাশ করলেই আবেদন করতে পারবেন আপনিও।
(উল্লেখ্য, মহিলা নাবিক পদে এবার জনবল নিয়োগ দেওয়া হবে না। অর্থাৎ মহিলা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।)
এক নজরে প্রয়োজনীয় তথ্যাবলী |
|
শিক্ষাগত যোগ্যতা
শাখা | শিক্ষাগত যোগ্যতা |
ডিই/ইউসি (কমিউনিকেশন ও টেকনিক্যাল, সিম্যান) | ন্যূনতম জিপিএ ৩.৫০ পেয়ে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করতে হবে। |
মেডিকেল | জীব বিজ্ঞান বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ পেয়ে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি/সমমান পরীক্ষায় পাশ করতে হবে। |
পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ) | যে কোন গ্রুপ হতে ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে এসএসসি/সমমানের পরিক্ষায় পাশ করতে হবে। |
কুক ও স্টুয়ার্ড | যে কোন গ্রুপ হতে ন্যূনতম জিপিএ ২.৫০ পেয়ে এসএসসি/সমমানের পরিক্ষায় পাশ করতে হবে। |
টোপাস | অষ্টম (৮ম) শ্রেনি পাস। |
শারীরিক যোগ্যতা (ন্যূনতম)
- উচ্চতা:
শাখা | উচ্চতা |
সিম্যান | ৫ ফুট ৬ ইঞ্চি |
পেট্রোলম্যান | ৫ ফুট ৮ ইঞ্চি |
অন্যান্য শাখা | ৫ ফুট ৪ ইঞ্চি |
এমওডিসি (নৌ) | ৫ ফুট ৬ ইঞ্চি |
- বুকের মাপ:
পুরুষ | ৩০ থেকে ৩২ ইঞ্চি সম্প্রসারণ ২ ইঞ্চি |
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হিসেব করা হবে।
চোখের দৃষ্টি: ৬/৬
অন্যান্য যোগ্যতা
বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি পদে নিয়োগ ২০২২ বিজ্ঞপ্তি অনুযায়ী চলুন অন্যান্য কিছু যোগ্যতা দেখে নেই। আবেদন করতে করতে হলে এসব যোগ্যতাও অবশ্যই থাকতে হবে।
- জাতীয়তা: বাংলাদেশী।
- সাঁতার: অবশ্যই জানা থাকতে হবে।
- বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে।
- বয়স: ০১ জুলাই ২০২২ তারিখে i) নাবিক পদের জন্য বয়স ১৭ – ২০ বছর ii) এবং এমওডিসি পদের জন্য বয়স ১৭ – ২২ বছর হতে হবে।
নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
