দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে | দৃষ্টিভঙ্গি নিয়ে উক্তি

১। যে পরিমাণ এমবি খরচ করে আপনি ফেসবুক চালাচ্ছেন, ঠিক সে পরিমাণ টাকার জন্য রাস্তায় প্রচুর মানুষ ভিক্ষা করছে। কতটা সুখী আপনি ভাবতে পারেন!
২।আপনার দামী ব্র্যান্ডের জুতা নেই বলে মন খারাপ করে বসে আছেন। অথচ অনেকের জুতা পরার মত পা-ই নাই। কিন্তু তার আবার জুতার ফ্যাক্টরি দেয়ার মত টাকা আছে।
৩। ঘরে বিদ্যুৎ বিল বেশি আসলে টেনশনে পড়ে মাস্ক পরা পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছেন নারীরা | লাইফস্টাইল
যান এত টাকা কেন আসলো? অথচ সারাদিন আপনি সূর্যের আলো আর গাছের বাতাস এমনিতেই পাচ্ছেন। এই ফ্রি আলো বাতাসের জন্য কখনো দু’হাত তুলে স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন? যে অক্সিজেন আপনি ফ্রিতে পাচ্ছেন সেটা যদি আপনাকে কিনে ইউজ করতে হত মেডিকেলে চিকিৎসাধীন সেই রোগীর মত, তবে আপনি যত সম্পদশালীই হোন না কেন বেশিদিন বাঁচতেন না৷ কখনো প্রার্থনা করার সময় নিজের জন্য কিছু না চেয়ে শুধু যা পেয়েছেন তার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন?
৪। দামি শাড়িটা কিংবা ব্র্যান্ডের শার্টটা কিনতে পারেননি বলে হয়তো আজ আপনার দুঃখের শেষ নেই। অথচ মেডিকেলে বার্ণ ইউনিটে গিয়ে দেখেন আগুনে পুড়ে যাওয়া লোকটির হয়তো আস্ত একটা গার্মেন্টস দেয়ার টাকা আছে যেখানে দামি পোশাক তৈরি হয়, অথচ পুড়ে যাওয়া শরীরে তার আজ শুধু সাদা ব্যান্ডেজ। আপনি তো অন্তত একটা পোশাক হলেও পরতে পেরেছেন।পা ফাটার কারণ ও প্রতিকার – ৭ দিনেই পা ফাটা দূর করুন
৫। আপনার দেরিতে বাসায় ফেরার কারণে যখন বাবা মা শাসন করে বলে আপনি রেগে গিয়ে বিরক্ত হোন তাদের প্রতি, তখন একবার এতিম বাচ্চার জায়গায় নিজেকে চিন্তা করে দেখেন- এই পৃথিবীতে তার
জন্য অপেক্ষা করার একটা লোকও নেই। আপনার জীবনটা নিয়ে আপনি যতটা আফসোস করেন, আসলে আপনার জীবনটা ততটাই আশীর্বাদে পরিপূর্ণ। শুধু দৃষ্টিভঙ্গিটা নেগেটিভ বলে আফসোসটা বেশি।
৬। একজন অন্ধকে জিজ্ঞেস করেন সে তার প্রভুর কাছে কী চান? দেখবেন তিনি শুধু চোখের দৃষ্টি ফিরে পেতে চান, যেটা অলরেডি আপনার আছে। পঙ্গুকে জিজ্ঞেস করেন যদি প্রভু তাকে কিছু একটা দিতে
চান সে কি নিবে, সে এক সেকেন্ডে বলে দিবে সে হাঁটতে চায়। অথচ সেটাও আপনি পারেন৷ ভাই জীবনে শুধু টাকা থাকলেই সব হয়না। শান্তিও লাগে।
৭। দরিদ্র ঘরে জন্ম নেয়াতে হয়তো প্রতি বেলায় আপনি মাছ মাংস খেতে পারেন না। অথচ কোটিপতির ঘরে জন্ম নেয়া লোকটিও হয়তো টাকা থাকার পরও ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত হওয়ায় ডাক্তারের
নিষেধাজ্ঞার কারণে আপনার মত খাওয়ার সাহসও করতে পারছে না। একবার ভেবে দেখুন না কতটা সুখী আপনি।
৮। নিঃসন্তান হয়ে আপনি যখন জীবনটাকে বৃথা ভাবছেন তখন বৃদ্ধাশ্রমের ঐ বাবাটি ভাবছে কু-সন্তান জন্ম দেয়া কত বড় পাপ! যখন যে অবস্থায় আছেন সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। আজ প্রকাশ্যে আপনি দু’লাইনে হলেও লিখুন কেন আপনি
আজকের দিনে কৃতজ্ঞ মহান সৃষ্টিকর্তার কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *