সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২২ সার্কুলার
বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২২ সার্কুলার নতুন করে প্রকাশিত হয়েছে। সৈনিক পদের দুটি সার্কুলার এই পোস্টে দেওয়া আছে। প্রথম সার্কুলার ট্রেড-২ ”বিশেষ পেশা” দ্বিতীয় সার্কুলার সৈনিক পদের সাধারণ ট্রেড এর। বাংলাদেশ সেনাবিহিনীর অফিসিয়াল সাইটে সার্কুলারটি প্রকাশিত হয়েছে ১৪ জানুয়ারি।
Bangladesh Army Civil Job Circular 2022
এসএমএস ও অনলাইনের মাধ্যমে সেনাবাহিনীর সৈনিক পদে আগ্রহী প্রার্থীরা ৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন। সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীগণ এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আপডেট চাকরির খবর পেতে ভিজিট করুন www.circularnews24.com
বাহিনীরি নাম | বাংলাদেশ সেনাবাহিনী |
চাকরির ধরন | সরাকারি চাকরি |
প্রার্থীর ধরন | পুরুষ ও মহিলা উভয়ই |
প্রার্থীর বয়স | ৫-০২-২০২২ এ ১৭-২০ বছর |
জেলা | সকল জেলা |
ক্যাটাগরি | সৈনিক |
নিয়োগ সংখ্যা | অসংখ্য |
শিক্ষাগত যোগ্যতা: | এসএসসি/সমমান, GPA-2.50 |
আবেদনের মধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৬ ফেব্রুয়ারি ২০২২ |
সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২২ ট্রেড-২: ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড-২ (বিশেষ পেশায়) পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যােগদানের জন্য আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ দেওয়া হলো।
সৈনিক পদে আবেদনে প্রার্থীর শারীরিক যোগ্যতা
শারীরিক যোগ্যতা পুরুষ প্রর্থী: উচ্চতা ১.৬৮ মিটার ’’৫ ফুট ৬ ইঞ্চি”, ওজন ৪৯.৯০ কেজি ”১১০ পাউন্ড”, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার ”৩০ ইঞ্চি”, প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার ”৩২ ইঞ্চি” থাকতে হবে।
শারীরিক যোগ্যতা মহিলা প্রার্থী: উচ্চতা ১.৬০ মিটার ”৫ ফুট ৩ ইঞ্চি”, ওজন ৪৭ কেজি ”১০৪ পাউন্ড”, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার ”২৮ ইঞ্চি”, প্রসারণ অবস্থায় ০.৭৬ মিটার ”৩০ ইঞ্চি” থাকতে হবে।সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২২
ট্রেড-২ (বিশেষ পেশা)) যােগ্যতা:
বয়স: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ১৭-২০ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)। শিক্ষাগত যােগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ।তবে পেইন্ট ডেকোরেটর (পিডি) এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে।
ট্রেড-২ (বিশেষ পেশা) এর পেশা সমূহ: কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ইকুইপমেন্ট এ বুট রিপেয়্যার (ইএন্ডবিআর), ব্যান্ডসম্যান (বাদক), কার্পেন্টার, পেইন্টার ডেকোরেটর (পিডি), পেইন্টা টেইলার এবং কাটিং এন্ড জয়েনিং (সিএন্ডজে)।
ট্রেড-২ (বিশেষ পেশা) সংশ্লিষ্ট যােগ্যতা সমূহ:
(ক) কুক পেশায় যােগদানে আগ্রহী প্রার্থীদেরকে উন্নত মানের রান্নায় পারদর্শী হতে হবে। (খ) ইকুইপমেন্ট এন্ড বুট রিপেয়্যার (ইএন্ডবিআর) পেশায় যােগদানে আগ্রহী প্রার্থীদেরকে বুট মেরামত সেলাই এ পারদর্শী হতে হবে। (গ) টেইলার পেশায় যােগদানে আগ্রহী প্রার্থীদেরকে সেলাই এর উপর ন্যূনতম ০৩ (তিন) মাসের প্রশিক্ষ থাকতে হবে, বিশেষ করে শার্ট ও প্যান্ট সেলাই এ পারদর্শী হতে হবে। (ঘ) কার্পেন্টার এবং কাটিং এন্ড জয়েনিং (সিএভজে) পেশায় যােগদানে আগ্রহী প্রার্থীদেরকে কাঠমিস্ত্রী কাজে পারদর্শী হতে হবে।। (ঙ) পেইন্টার/পেইন্টার ডেকোরেটর (পিডি) পেশায় যােগদানে আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হলে (চ) ব্যান্ডসম্যান (বাদক) পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে (ড্রাম, ব্রাসব্যান্ড (বিবি) ক্ল্যারিনেট, পাইব্যান্ড (পিবি), ব্রাসব্যান্ড ট্রামপেট ইত্যাদি) এ পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেওয়া আছে…..