করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের দেয়া বিধি-নিষেধের মধ্যে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচ ব্যাংকের ক্যাশ অফিসার পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মো. আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পাঁচ ব্যাংক হলো- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2022 | Bangladesh Railway Job Circular 2022
ব্যাংকার্স সিলেকশন কমিটির ওই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পাঁচটি ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)’ পদে দশম গ্রেডের ১ হাজার ৪৩৯টি শূন্য পদে লোক নিয়োগ দেয়ার কথা। সেজন্য ৪ ফেব্রুয়ারি সমন্বিত নিয়োগ পরীক্ষা নেয়ার তারিখ ঘোষণা করা হয়েছিল।
সমন্বিত ওই নিয়োগ পরীক্ষা ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়েছে বলে সিলেকশন কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।