৪৩তম বিসিএস প্রিলির ফল বৃহস্পতিবার | ফলাফল দেখতে এখানে ক্লিক

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার (২০ জানুয়ারি)। এজন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার (১৯ জানুয়ারি) এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ৪৩তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি বৃহস্পতিবারের মধ্যেই ফল প্রকাশ করতে পারব। Walton Group Job Circular 2022-www.waltonbd.com

গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় এই প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। এতে অংশ নিতে আবেদন করেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন।

গত বছরের ৩০ নভেম্বর ৪৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। এ বিসিএসের মাধ্যমে সরকার বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জনকে নিয়োগ দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *