সাইলেন্ট ফোন যে ভাবে সহজে খুঁজে পাবেন
সাইলেন্ট ফোন যে ভাবে সহজে খুঁজে পাবেন আমাদের অনেক সময় প্রয়োজনে-অপ্রয়োজনে হ্যান্ড সেট বা মোবাইল ফোন সাইলেন্ট মুডে রাখতে হয়। সাইলেন্ট মুডে রেখে ফোন বা হ্যান্ড সেন্ট খুঁজে না পাওয়া একটি নিত্য ঘটনা। ফোন সাইলেন্ট থাকলে খুঁজে পাওয়া মাঝে মাঝে অনেক দুষ্কর হয়ে যায়।
তবে কয়েকটি কাজ করলে দ্রুত আপনার সাইলেন্ট ফোন বা হ্যান্ড সেটটি খুঁজে পাবেন। চলুন দেখে নেওয়া যাক সে কাজগুলো কি-
১. প্রথমে অন্য কোনও মোবাইল বা কম্পিউটার থেকে গুগল-এ যাবেন।
২. সার্চ বারে লিখবেন ‘ফাইন্ড মাই ফোন’।
৩. তারপর গুগল অ্যাকাউন্ট বা জিমেইল আ্যাকাউন্টে সাইন ইন করবেন।
৪. তখন নিজের ফোন বা হ্যান্ড সেটের লোকেশন দেখতে পাবেন গুগলে।
৫. এরপর আপনার সামনে আসবে অপশন, যেটির মাধ্যমে আপনি আপনার ফোনের আ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে নিতে পারবেন।
৬. এবার ‘রিং’ অপশনটি সিলেক্ট করতে হবে।
৭. সিলেক্ট করলেই আপনার সাইলেন্ট ফোন বা হ্যান্ড সেটটি ফুল ভলিউমে রিং হতে শুরু করবে এবং যতক্ষণ না আপনি ফোনটি পাবেন ততক্ষণ রিং হতে থাকবে। এবার ভলিউম অনুসরণ করে আপনি আপনার ফোনটি খুব সহজে খুঁজে বের করতে পারবেন।