মেট্রোরেল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ও সাধারণ জ্ঞান – GK

মেট্রোরেল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর [ যা বিভিন্ন পরীক্ষায় আসার উপযোগী]

🔴 টাইমলাইনে শেয়ার করে রেখে দিন । প্রয়োজন হতেও পারে 🔴
🔰 মেট্রোরেল প্রকল্প কবে থেকে বাস্তবায়ন শুরু হয়েছে?
উত্তরঃ ২০১৬ সাল থেকে।
🔰 ঢাকা মেট্রোরেল ব্যবস্থাকে কি বলা হয়?
উত্তরঃ ম্যাস রেপিড ট্রানজিড।
🔰 মেট্রোরেল প্রকল্প পরিচালক কোম্পানির নাম কি?
উত্তরঃ ঢাকা ম্যাস ট্রানজিড কোম্পানি।

মেট্রোরেলে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, বিভিন্ন পদে চাকরির সুযোগ
🔰 ঢাকা ম্যাস ট্রানজিড কোম্পানি বা DMTCL কবে গঠন করা হয়?
উত্তরঃ ৩ জুন, ২০১৩।
🔰 DMTCL কেন গঠন করা হয়?
উত্তরঃ মেট্রোরেল নির্মাণ, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, জরিপ, ডিজাইন ইত্যাদি কাজে।
🔰 RSTP কি?
উত্তরঃ Revised Strategic Transport Plan.
🔰 RSTP অনুযায়ী সরকার কয়টি ম্যাস রেপিড ট্রানজিড বা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করেছে?
উত্তরঃ ৫ টি।

Google News
🔰 মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে ব্যায় হবে কত?
উত্তরঃ ২২ হাজার কোটি টাকা।
🔰 মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে কোন সংস্থা ঋন প্রদান করেন?
উত্তরঃ জাইকা।
🔰 মেট্রোরেল প্রকল্পে জাইকা কত শতাংশ ঋণ প্রদান করেন?
উত্তরঃ ৭৫ শতাংশ।
🔰 মেট্রোরেল প্রকল্পে জাইকার ঋণের পরিমান কত?
উত্তরঃ ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা।
🔰 মেট্রোরেল প্রকল্পে সরকারের অর্থায়নের পরিমাণ কত?
উত্তরঃ ৫ হাজার ৩৯০ কোটি টাকা।(২৫%)
🔰 মেট্রোরেলের প্রথম ধাপ চালু হবে কবে?
উত্তরঃ ২০২০ সালে ডিসেম্বরের দিকে।
🔰 মেট্রোরেলের প্রথম ধাপ কোথায় থেকে চালু হবে?
উত্তরঃ উত্তরা-মতিঝিল।
🔰 উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলপথের নাম কি?
উত্তরঃ এমআরটি লাইন ৬।
🔰 মেট্রোরেলে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগবে কত মিনিট?
উত্তরঃ ৩৫ মিনিট।
🔰 মেট্রোরেলের প্রথম ধাপে স্টেশন হবে কতটি?
উত্তরঃ ১৬ টি।

পদ্মা সেতু a to z – জানা অজানা তথ্য ও বিভিন্ন প্রশ্ন – উত্তর !

🔰 মেট্রোরেলের ১৬ টি স্টেশন কোথায় কোথায় নির্মাণ করা হবে?
বা
🔰 এমআরটি লাইন ৬ এর স্টেশন গুলো কোথায় কোথায়?
উত্তরঃ উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, আইএমটি, মিরপুর-১০, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, সোনারগাঁও, জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর, জাতীয় স্টেডিয়াম ও বাংলাদেশ ব্যাংক।
🔰 মেট্রোরেলের প্রথম ধাপের রেলপথের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২০.১০ কি.মি।
🔰 মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপে কতটি ট্রেন চলাচল করবে?
উত্তরঃ ২৪ টি।
🔰 মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপের প্রতিটি ট্রেনে কতটি বগি থাকবে?
উত্তরঃ ৬ টি।
🔰 মেট্রোরেলের প্রতিটি পিলারের ব্যাস কত?
উত্তরঃ দুই মিটার।
🔰 মেট্রোরেলের প্রতিটি পিলারের উচ্চতা কত?
উত্তরঃ ১৩ মিটার।
🔰 মেট্রোরেলের একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব কত?
উত্তরঃ ৩০-৪০ কি.মি।
🔰 মেট্রোরেলে প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ হবে কতটুক?
উত্তরঃ ১৩.৪৭ মেগাওয়াট।
🔰 মেট্রোরেলের বিদুৎ জোগানের জন্য কতটি উপকেন্দ্র নির্মাণ করা হবে?
উত্তরঃ ৫ টি।
🔰 মেট্রোরেলের বিদুৎ জোগানের জন্য উপকেন্দ্র গুলো কোথায় নির্মাণ করা হবে?
উত্তরঃ উত্তরা, পল্লবী, তালতলা, সোনারগাঁও ও বাংলা একাডেমি।
🔰 মেট্রোরেলের দ্বিতীয় ধাপ কত কি.মি হবে?
উত্তরঃ ৪.৪০ কি.মি।
🔰 মেট্রোরেলের দ্বিতীয় ধাপ কোথায় থেকে চালু হবে?
উত্তরঃ হোটেল সোনারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক।
🔰 মেট্রোরেলের তৃতীয় ধাপ কত কি.মি হবে?
উত্তরঃ ৪.৭ কি.মি।
🔰 মেট্রোরেলের তৃতীয় ধাপ কোথায় থেকে চালু হবে?
উত্তরঃ পল্লবী থেকে উত্তরা।
ঢাকা এবং লাহোর মেট্রোরেল সম্পর্কে কিছু তথ্য…
🔰 প্যাসেঞ্জার ক্যাপাসিটিঃ
ঢাকা মেট্রোরেল – ১ লক্ষ ৮ শত পার ডে।
লাহোর মেট্রোরেল – ২ লক্ষ ৫০ হাজার পার ডে।
🔰 রুটের দৈর্ঘ্যঃ
ঢাকা মেট্রোরেল – ২০.১ কিলোমিটার।
লাহোর মেট্রোরেল – ২৭.১ কিলোমিটার।
🔰 ট্রেনের সংখ্যাঃ
ঢাকা মেট্রোরেল – ৫৬ টি প্ল্যানড
লাহোর মেট্রোরেল – ৫৪ টি (২৭ টি রানিং, ২৭ টি আপকামিং)
🔰 স্টেশন সংখ্যাঃ
ঢাকা মেট্রোরেল – ১৬ টি এলিভেটেড স্টেশন।
লাহোর মেট্রোরেল – ২৪ টি এলিভেটেড স্টেশন, ২ টি আন্ডারগ্রাউন্ড স্টেশন।
🔰 প্রকল্পের কাজ শুরুঃ
ঢাকা মেট্রোরেল – জুন ২০১৬
লাহোর মেট্রোরেল – অক্টোবর ২০১৫
🔰 প্রকল্পের কাজ শেষঃ
ঢাকা মেট্রোরেল – পরীক্ষামূলক চালানো হলেও,যাত্রী কবে থেকে উঠানো হবে তা এখনো শিওর না।
লাহোর মেট্রোরেল – মার্চ ২০১৮
🔰 প্রকল্প বাজেটঃ
ঢাকা মেট্রোরেল – ২.৮ বিলিয়ন মার্কিন ডলার
লাহোর মেট্রোরেল – ১.৬৩ বিলিয়ন মার্কিন ডলার
©Circularnews24.com
💐 আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ পোস্ট করা আছে 💐

মেট্রোরেল কোথায় থেকে কোথায় যাবে
মেট্রোরেল প্রকল্প বাংলাদেশ
মেট্রোরেল প্রকল্প রচনা pdf
সরকারি কোন প্রতিষ্ঠান মেট্রোরেল প্রকল্পের দায়িত্বে রয়েছে
মেট্রোরেলের স্টেশন সংখ্যা
মেট্রোরেলের প্রস্তাবিত নকশা
মেট্রোরেল প্রকল্প পরিচালক
মেট্রোরেলের সুবিধা
নির্মিতব্য মেট্রোরেলের দৈর্ঘ্য কত
মেট্রোরেল বিসিএস
মেট্রো ট্রেন
এক নজরে মেট্রোরেল
Metro rail paragraph
Metro Rail Dhaka map
মেট্রোরেলের প্রস্তাবিত নকশা
ঢাকা মেট্রো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *