সমার্থক শব্দ
অহি = সাপ, আশীবিষ, নাগ, ফণী।
অম্বু =পানি, জীবন, নীর, সলিল, উদক।
হাতি = গজ, দ্বিপ, হস্তী, করী।
আকাশ = অম্বর, ব্যোম, গগন।
তপন = সূর্য, শৈল, সবিতা, দিবাকর।
অবনী = পৃথিবী, ধরা, ধরণী, ভূ, বসুন্ধরা।
সমুদ্র = রত্নাকর, অর্ণব, জলধি, সিন্ধু, সাগর।
কোকিল = পিক, পরভৃত।
চাঁদ = বিধু, চন্দ্র, হিমাংশু, শশধর।
কূল = সৈকত, তীর, তট, পুলিন, কিনার।
পর্বত = গিরি, শৈল, পাহাড়, ভূধর, নগ।
পিতা = বাবা, জনক, জন্মদাতা, পিতৃ, বাপ।
পুত্র = দুলাল, সুত, তনয়, খোকা, ছেলে।
ফুল = কুসুম, প্রসূন, পুষ্পক, সুমন।
তরঙ্গ = ঢেউ, বীচি, লহর, লহরী, হিল্লোল।
গৃহ = আলয়, ভবন, নিলয়, নিকেতন, সদন।
খবর = সংবাদ, বার্তা, সন্দেশ, সমাচার, তথ্য।
গভীর = অসাধ, গহন, অথই।
নদী = নদ, তটিনী, প্রবাহিণী, শৈবলিনী।
নারী = রমণী, অবলা, মেয়ে, স্ত্রী, কামিনী।
নবীন = নতুন, আধুনিক, নব, নব্য।
দিবস = দিবা, অহ, রোজ, বাসর, দিনরাত্রি, সাবন।
ধর্ম = সৎকর্ম, পুণ্যকর্ম, কর্তব্য, হিতকর।
অকাল = অসময়, অবেলা, অদিন, অযাত্রা।
আগুন = অনল, পাবক, হুতাশন, শুচি।
অশ্ব = ঘোড়া, ঘোটক, বাজী, ঘোটকী।
পাখি = বিহগ, বিহঙ্গ, দ্বিজ, খেচর।
বায়ু = পবন, সমীর, অনিল, মরুৎ।
হরিণ = মৃগ, সুনয়ন, কুরঙ্গ, ঋষ্য।
শরীর = দেহ, গা, তনু, অঙ্গ।
বিপরীত শব্দ
যশ = অপযশ
ব্যর্থ = সার্থক
আকুঞ্চন = প্রসারণ
খাতক = মহাজন
আবির্ভাব = তিরোভাব
অলীক = বাস্তব
গ্রহণ = বর্জন
মৃদু = প্রবল
বর্ধমান = ক্ষীয়মান
উপচয় = অপচয়
নশ্বর = অবিনশ্বর
অন্ত=অনন্ত
ইষ্ট= অনিষ্ট
আত্মীয় = অনাত্মীয়
আবিল = অনাবিল
সবল = দুর্বল
উৎকর্ষ = অপকর্ষ
সদয় = নির্দয়
অর্থ = অনর্থ
সরস = নীরস
সাকার = নিরাকার
হুঁশ = বেহুঁশ
অগ্র = পশ্চাৎ
অচল = সচল
অন্তর = বাহির
অধম = উত্তম
আদি = অন্ত
আয় = ব্যয়
দোষী = নির্দোষ
গুরু = লঘু
ভীতু = সাহসী
ভূত= ভবিষ্যৎ
মিলন= বিরহ
স্থির= চঞ্চল
স্বকীয় = পরকীয়
স্বর্গ= নরক
জোয়ার = ভাটা
মৃদু= প্রবল
মুখ্য= গৌণ
হরণ= পূরণ
উদার= সংকীর্ণ
আবাহন=বিসর্জন
আবশ্যক= অনাবশ্যক
অশন=অনশন