কাউকে কুকুর গাধা কিংবা ছাগল বলার পরিণাম
আপনি-জানেন কি?
কাউকে-কুকুর, গাধা, কিংবা, ছাগল ইত্যাদি
বলার পরিণাম?
আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফ্রেন্ডসদের কুত্তা, গাধা ইত্যাদি মজা করে বলে থাকি
সাঈদ ইবনুল মুসাইয়্যেব রহঃ এবং ইবরাহী আন নাখয়ী রহঃ বলেন-
ﻻ ﺗﻘﻞ ﻟﺼﺎﺣﺒﻚ ﻳﺎ ﺣﻤﺎﺭ ، ﻳﺎ ﻛﻠﺐ ، ﻳﺎ ﺧﻨﺰﻳﺮ ، ﻓﻴﻘﻮﻝ ﻟﻚ ﻳﻮﻡ ﺍﻟﻘﻴﺎﻣﺔ : ﺃﺗﺮﺍﻧﻲ ﺧﻠﻘﺖ ﻛﻠﺒﺎ ﺃﻭ ﺣﻤﺎﺭﺍ ﺃﻭ ﺧﻨﺰﻳﺮﺍ
তুমি তোমার সাথীকে বলনা, ওহে গাধা, এই কুকুর, হে শুকর।
তাহলে কিয়ামতে আল্লাহ্ﷻ তোমাকে বলবে, তুমি কি আমাকে দেখেছ যে, আমি তাকে কুকুর বানিয়েছি, গাধা বানিয়েছি কিংবা শুকর বানিয়েছি..! <……..>
( মুসান্নাফে ইবনে আবী শায়বাহ -২৮২-২৮৩/৫ )
শাঈখ উসাইমীন রহঃ বলেন,
কাউকে হে কুকুর বলে সম্মোধন কিংবা হে গাধা বলে সম্মোধন করা বৈধ নয়। কারণ আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা বলেছেন,
ﻭَﻟَﻘَﺪْ ﻛَﺮَّﻣْﻨَﺎ ﺑَﻨِﻰٓ ﺀَﺍﺩَﻡَ ﻭَﺣَﻤَﻠْﻨٰﻬُﻢْ ﻓِﻰ ﺍﻟْﺒَﺮِّ ﻭَﺍﻟْﺒَﺤْﺮِ ﻭَﺭَﺯَﻗْﻨٰﻬُﻢ ﻣِّﻦَ ﺍﻟﻄَّﻴِّﺒٰﺖِ ﻭَﻓَﻀَّﻠْﻨٰﻬُﻢْ ﻋَﻠٰﻰ ﻛَﺜِﻴﺮٍ ﻣِّﻤَّﻦْ ﺧَﻠَﻘْﻨَﺎ ﺗَﻔْﻀِﻴﻠًﺎ
আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করেছি, স্থলে ও সমুদ্রে তাদের চলাচলের বাহন দিয়েছি; তাদেরকে উত্তম জীবনোপকরণ দান করেছি এবং যাদেরকে আমি সৃষ্টি করেছি, তাদের অনেকের উপর তাদেরকে যথেষ্ট শ্রেষ্ঠত্ব দিয়েছি।
( সূরা বনী ইসরাইল-৭০)।
তাই আমাদের সকলের উচিত এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করা…
আল্লাহ্ﷻ আমাদের সকলকে এসব পাপ থেকে নিজেকে হেফাজত করার তৌওফিক দান করুক,
আমিন ইয়া রাব্বাল আল-আমীন🖤
©circularnews24.com