শিক্ষার্থীদের স্বার্থে সরকারের বাধ্যতামূলক ১০ নির্দেশনা

দীর্ঘ ৫৪৩ দিন পর অর্থাৎ প্রায় দীর্ঘ দেড় বছর পর শ্রেণিকক্ষের দ্বার খুলেছে আজ। রোববার (১২ সেপ্টেম্বর)সারাদেশে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। করোনা প্রাদুর্ভাবের কারণে গেল বছরের ১৭ মার্চ থেকে দেশের সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল।

সংক্রমণ কিছুটা কমে আসায় প্রথম ধাপে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে আজ থেকে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বার্থে তাদের স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী ১০টি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে।

সেগুলো হলো-

১) চেকলিস্টের মাধ্যমে দৈনিক তদারকি করা হবে প্রতিষ্ঠান, এ সংক্রান্ত প্রতিবেদন পাঠাতে হবে ঢাকায়।

২) শিক্ষার্থীদের দৈনিক সচেতন করা হবে। বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার।

৩) হাত ধোয়ার ব্যবস্থা।

৪) দৈনিক প্রত্যেকের শরীরের তাপমাত্রা যাচাই- এজন্য গেইটে ৩০ মিনিট সময় বরাদ্দ।

৫) প্রয়োজনে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা।

৬) লক্ষণ থাকলে শিক্ষার্থীকে অনুপস্থিত হিসেবে বিবেচনা না করা।

৭) স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে বসানো।

৮) স্কুলে কোনো সমাবেশ না করা, তবে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে যার যার আসনে রেখে হালকা শারীরিক কসরত।

৯) পরিবেশ পরিচ্ছন্ন রাখা।

১০) হোস্টেলে বিশেষ নির্দেশনা অনুসরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *