রাতে ঘুমানোর আগে যে আমল করার জন্য বিশ্বনবী বলছেন!

রাতে ঘুমানোর আগে যে সাত আমল করার জন্য বিশ্বনবী বলছেন

আল্লাহ বলেন, ‘তোমাদের ঘুম বা নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। (সুরা আন-নাবা; আয়াত -৯) ঘুম মানুষের মস্তিষ্কজনিত সকল প্রকার চিন্তা-ভাবনাকে দূর করে মস্তিষ্ক ও অন্তরের সকল প্রকার স্বস্তি ও শান্তি দান করে।
অনেকেই রাতের খাবার খাওয়ার পরই ঘুমিয়ে পড়েন। আবার অনেকেই আছেন রাতের খাবার খাওয়ার পর মহান আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে বিভিন্ন আমল করে থাকেন। মুমিন বান্দা আল্লাহর সান্নিধ্য পেতে রাত জেগে ইবাদত-বন্দেগি করে। আবার দুনিয়ার যাবতীয় অনিষ্টতা থেকে মুক্ত থাকতে রাতে নিয়মিত ৭টি আমল করে থাকেন।

আমলগুলো হলো-
১. অজু করা।
২. আয়াতুল কুরসি ও সুরা বাকারা শেষ ২ আয়াত পড়া।
৩. সুরা মুলক পড়া এবং ইসতেগফার করা।
৪. তিন কুল (সুরা নাস, ফালাক্ব ও ইখলাস) পড়া।
৫. সুরা কাফেরূন ও সুরা ফাতেহা পড়া।
৬. তিন তাসবিহ (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার) পড়া।
৭. ঘুমানোর আগে দোয়া পড়া এবং ডান কাতে শোয়া।
মুমিন মুসলমানের উচিত, রাতে ঘুমানোর আগে উল্লেখিত ৭ আমল নিয়মিত করা।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
► রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম) বলেছেন, “যে ব্যক্তি মানুষকে হিদায়াতের দিকে ডাকে তার জন্য ঠিক ঐ পরিমাণ সাওয়াব রয়েছে, যে পরিমাণ পাবে তাকে অনুসরণকারীরা।” [সহীহ মুসলিম/২৬৭৪,৬৮০৪]
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#জান্নাতের_আহবান
ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন♥️
পরবর্তী_পোষ্ট_পেতে_সাথেই_থাকুন।
جَزَاكَ اللّٰهُ خَيْراً
আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *