স্বাস্থ্যকর ডায়েটের কথা ভাবলেই প্রথমে আসে সালাদের কথা। আর সালাদের অন্যতম উপাদান হলো শসা। সালাদে এমন অনেক উপাদান রয়েছে যা পুষ্টিতে ভরপুর। ওজন কমানো ছাড়াও শসার আরো অনেক ভালো গুণ রয়েছে। চলুন জেনে নেওয়া যাক শসার উপকারিতা সম্পর্কে।
শসার মূল উপাদান হলো পানি। আপনি যদি প্রতিদিন একটি করে শসা খান তবে তা আপনার শরীরের জন্য ভালো। একটার বেশি খেলেও তেমন কোন সমস্যা হবে না।
সকালে খালি পেটে শসা খেলে কি হয়
শসা ও খেজুরের উপকারিতা
শসা উপকার
Sosar gunagun
শশা ক্যালরি
শসার যেসব উপকারিতা এক নজরে দেখে নেই-
শরীরকে হাইড্রেট রাখে : শসায় বেশিরভাগ রয়েছে পানি যা শরীরকে হাইড্রেট করতে সাহায্য করে এবং দীর্ঘ সময় যাবত হাইড্রেট থাকে।
কোষ্ঠ্যকাঠিন্য দূর করে : শসার প্রচুর ফাইবার রয়েছে যা কোষ্ঠ্যকাঠিন্যতা দূর করতে সাহায্য করে। এতে করে পেট পরিষ্কার থাকে।
ওজন কমায় : শসায় ক্যালোরি কম ও পুষ্টিগুণ বেশি। শসা খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে। এতে করে ক্ষুধার প্রতি প্রবণতা কমে।
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে : উচ্চ রক্তচাপ শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এতে করে ডায়াবেটিসের সম্ভাবনাও কমায়।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : শসায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দীর্ঘস্থায়ী কোন রোগের সম্ভবনা কমায়।
দৃষ্টিশক্তি উন্নত করে : শসাতে ভিটামিন এ রয়েছে যা দৃষ্টি শক্তি ভালো রাখে।
স্কিন উন্নত করে : শসা স্কিন কেয়ারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সূত্র : হেলথ শটস