প্রকৃতি ও প্রত্যয় মনে রাখার কৌশল
প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়
প্রকৃতি ও প্রত্যয় pdf
জয় শব্দের প্রকৃতি ও প্রত্যয়
ধীমান এর প্রকৃতি ও প্রত্যয়
কুণ্ঠিত শব্দের প্রকৃতি ও প্রত্যয়
প্রকৃতি ও প্রত্যয় কাকে বলে
প্রকৃতি ও প্রত্যয় hsc
#মুখস্থ_না_করে_টেকনিকে_উত্তর_করুন।
প্রত্যয় নির্নয়ের ১০টি স্পেশাল সূত্র ঃ
#সূত্র ★১★
শব্দের শেষে ‘ব’প্রত্যয় থাকলে –
[মূল শব্দ + ষ্ণ]হবে।
যেমনঃ
মানব=মনু+ষ্ণ—–তদ্ধিত প্রত্যয়
দানব=দনু+ষ্ণ—–তদ্ধিত প্রত্যয়
লাঘব=লঘু+ষ্ণ—–তদ্ধিত প্রত্যয়
শৈশব =শিশু +ষ্ণ—–তদ্ধিত প্রত্যয়
ইত্যাদি।
#সূত্র ★২★
শব্দের শেষে ‘মা’ এবং ‘ম’ প্রত্যয় থাকলে –
[মূল শব্দ + ইমন ]হবে।
যেমনঃ
নীলিমা=নীল+ইমন—-তদ্ধিত প্রত্যয় পূর্ণিমা =পূর্ণ +ইমন—-তদ্ধিত প্রত্যয়
দ্রাঘিমা =দীর্ঘ +ইমন—-তদ্ধিত প্রত্যয়
মহিমা =মহৎ +ইমন—–তদ্ধিত প্রত্যয়
ইত্যাদি।
#সূত্র ★৩★
শব্দের শেষে ‘ইক’ প্রত্যয় থাকলে –
[মূল শব্দ + ষ্ণিক ]হবে।
যেমনঃ
সাহিত্যিক=সাহিত্য+ষ্ণিক —-তদ্ধিত প্রত্যয়
সামাজিক =সমাজ +ষ্ণিক—-তদ্ধিত প্রত্যয়
হৈমন্তিক =হেমন্ত +ষ্ণিক—-তদ্ধিত প্রত্যয়
ধার্মিক =ধর্ম +ষ্ণিক—–তদ্ধিত প্রত্যয়
ইত্যাদি।
#সূত্র ★৪★
শব্দের শেষে ‘মান’প্রত্যয় থাকলে –
[মূল শব্দ +মতুপ/শানচ]হবে।
যেমনঃ
কীর্তিমান =কীর্তি+মতুপ/শানচ—-তদ্ধিত প্রত্যয়
বুদ্ধিমান =বুদ্ধি +মতুপ/শানচ—-তদ্ধিত প্রত্যয়
শ্রীমান =শ্রী+মতুপ/শানচ—-তদ্ধিত প্রত্যয়
বর্তমান=√বৃত+মতুপ/শানচ—–কৃৎপ্রত্যয়
বর্ধমান =√বৃধ+মতুপ/শানচ—-কৃৎপ্রত্যয়
ইত্যাদি।
[বিঃদ্রঃ এখানে ‘মতুপ’ ‘শানচ’ এই ২টাই দেওয়া হয়েছে।আপনারা লেখার সময় যেকোন ২টার মধ্যে যেকোন ১টি লিখবেন]
#সূত্র ★৫★
শব্দের শেষে ‘বান’ প্রত্যয় থাকলে –
[মূল শব্দ + বতুপ]হবে।
যেমনঃ
দয়াবান=দয়া+বতুপ—-তদ্ধিত প্রত্যয়
পূণ্যবান=পূণ্য +বতুপ—-তদ্ধিত প্রত্যয়
মেহেরবান =মেহের +বতুপ—-তদ্ধিত প্রত্যয়
মূল্যবান =মূল্য +বতুপ—–তদ্ধিত প্রত্যয়।
#সূত্রঃ ★৬★
শব্দের শেষে ‘তা’ প্রত্যয় থাকলে –
[মূল শব্দ + তৃচ ]হবে।
যেমনঃ
দাতা=√দা+তৃচ—-কৃৎপ্রত্যয়
মাতা =√মা+তৃচ—-কৃৎপ্রত্যয়
বিধাতা =√বি +ধা+তৃচ—-কৃৎপ্রত্যয়
বহতা =বহ +তৃচ—–তদ্ধিত প্রত্যয়
ইত্যাদি।
#সূত্রঃ ★৭★
শব্দের শেষে ‘ল’ প্রত্যয় থাকলে –
[মূল শব্দ + লচ ]হবে।
যেমনঃ
শীতল=শীত+লচ—-তদ্ধিতপ্রত্যয়
শ্যামল=শ্যান+লচ—-তদ্ধিতপ্রত্যয়
ইত্যাদি।
#সূত্রঃ ★৮★
শব্দের শেষে ‘বী’ প্রত্যয় থাকলে –
[মূল শব্দ + বিন ]হবে।
যেমনঃ
মেধাবী=মেধা+বিন—-তদ্ধিতপ্রত্যয়
মায়াবী =মায়া+বিন—-তদ্ধিতপ্রত্যয়
ইত্যাদি।
#সূত্রঃ ★৯★
শব্দের শেষে ‘অক’ প্রত্যয় থাকলে –
[মূল শব্দ + নক/অক ]হবে।
যেমনঃ
নায়ক =√নী+নক/অক—-কৃৎপ্রত্যয়
গায়ক=√গৈ+নক/অক—–কৃৎপ্রত্যয়
ইত্যাদি।
[বিঃদ্রঃ এখানে মূল শব্দের সাথে ‘নক’ এবং ‘অক’ এই দুইটাই দেওয়া হয়েছে। আপনারা লিখার সময় যেকোন একটি লিখবেন]
# সূত্রঃ ★১০★
শব্দের শেষে ‘ই’ প্রত্যয় থাকলে –
[মূল শব্দ + ষ্ণি ]হবে।
যেমনঃ
রাবনি=রাবন+ষ্ণি
🌹 আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু পোস্ট শেয়ার করা আছে 🌹🌹