🤲 জান্নাত পাওয়ার সহজ ৬ টি আমল ❣️

জান্নাত পাওয়ার সহজ ৬ টি আমল

আসসালামু আলাইকুম  ° জান্নাত পাওয়ার সহজ ৬ টি আমল
❏ — (১).  জান্নাত পাওয়ার সহজ আমল প্রতিবার ওযূর পর কালিমা শাহাদাত পড়া। এতে জান্নাতের ৮ টি দড়জার যে কোনটি দিয়ে তাকে প্রবেশ করতে বলা হবে।❜
____(নাসাঈ-(১৪৮) তিরমিযী-(৫৫) ইবনু মাজাহ-(৪৭০)
উচ্চারণঃ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারীকালাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
❏ — (২). প্রতিদিন সকালে ও সন্ধ্যায় একবার করে সাইয়্যিদুল ইস্তিগফার পড়া। সকালে পড়ে সন্ধ্যার আগে মারা গেলে অথবা সন্ধ্যায় পড়ে রাতের মধ্যে মারা গেলে সে জান্নাতি হিসাবে গণ্য হবে।❜
____(বুখারী-(৬৩০৬) তিরমিযী-(৩৩৯৩) মিশকাত-(২৩৩৫)
উচ্চারণঃ আল্লাহুম্মা আনতা রব্বী লা-ইলাহা ইল্লা আনতা খালাক্কতানী ওয়া আনা আ❜বদুকা ওয়া আনা আ❜লা আহ্দিকা ওয়া ও❛য়াদিকা মাসতাত❜তু আ❜উযুবিকা মিন শার্রি মা ছা❜নাতু আবূউলাকা বিনি❜মাতিকা আ❜লাইয়্যা ওয়া আবূউলাকা বিযানবী ফাগ্ফির্লী ফাইন্নাহু লা-ইয়াগফিরুয্যুনূবা ইল্লা আনতা।
❏ — (৩). প্রতিবার ফরয সালাতের পর একবার আয়াতুল কুরসি পড়া। নিয়মিত আমল করলে আমলকারী ও জান্নাতের মধ্যে পার্থক্য থাকে শুধুমাত্র মৃত্যু। অর্থাৎ মৃত্যু হলেই জান্নাতি।❜
_____(নাসাঈ-(৯৯২৮)
উচ্চারণঃ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বইয়্যুমু লা তা খুজুহু সিনাত্যু ওয়ালা নাউম। লাহু মা ফিছছামা ওয়াতি ওয়ামা ফিল আরদ্। মান যাল্লাযী ইয়াস ফায়ু ইন দাহু ইল্লা বি ইজনিহি ইয়া লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খল ফাহুম ওয়ালা ইউ হিতুনা বিশাই ইম্ মিন ইল্ মিহি ইল্লা বিমা সাআ ওয়াসিয়া কুরসিইউ হুস ছামা ওয়াতি ওয়াল আরদ্ ওয়ালা ইয়া উদুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিয়্যূল আজীম।

নামাজের নিয়ম নামাজে যা পড়ি তার বাংলা অর্থ!!অথচ আমরা যা বলি,তার অর্থ জানলে নামাজে অন্য চিন্তা মাথায় আসবে না যখন আমরা বুঝব …

❏ — (৪). মনোযোগী হয়ে, আন্তরিক বিশ্বাসের সাথে আযানের উত্তর দেওয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ❜লাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিক বিশ্বাসের সাথে আযানের উত্তর দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।❜
_____(মুসলিম-(৩৮৫) আবূ দাউদ-(৫২৭) মিশকাত-(৬৫৮)
উচ্চারণঃ আযানের সময় মুয়াজ্জিন যা যা বলে, তার সাথে তাই বলতে হবে। শুধুমাত্র মুয়াজ্জিন যখন ❛হাইয়্যা আ❜লাস সালাহ❜ ও ❛হাইয়্যা আ❜লাল ফালাহ❜ বলবে, তখন তার উত্তরে সেটা না বলে বলতে হবে “লা হা’উলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ।
❏ — (৫). প্রথম তাকবীরের সাথে একটানা ৪০ দিন জামাতে সালাত আদায় করা। এতে মু**না**ফি**কের খাতা থেকে নাম কাটা যাবে আর জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে।❜
_____(তিরমিযী-(২৪১)
❏ — (৬). শুধুমাত্র তর্ক পরিহার করবে বলে কেউ যদি নিজের ন্যায্য দাবী ছেড়ে দেয়, রাসুল (সাঃ) বলেছেন, তিনি জান্নাতে তার জন্য একটি ঘরের জিম্মাদার অর্থাৎ তাকে জান্নাত নিয়ে দিবেন।❜
_____(আবূ দাউদ-(৪৮০০)
❏ —আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে আমলগুলো করার তাওফিক দান করুক।
আমিন❣️

জান্নাত পাওয়ার সহজ ৬ টি আমল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *